সোমবার ২৪ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে উন্মুক্ত লাইব্রেরির শিক্ষামূলক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:০৪ এএম |


গতকাল ২৩ নভেম্বর রবিবার বেলা ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে উন্মুক্ত লাইব্রেরি কুমিল্লার শিক্ষা বিষয়ক কার্যক্রমে প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত লাইব্রেরি কুমিল্লার প্রতিষ্ঠাতা প্রভাষক মনোয়ার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নূরে আলম সিদ্দিকি। প্রধান অতিথি ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মশিউর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ হারান চন্দ্র ভূঁইয়া।
সভাপতি হিসেবে নূরে আলম সিদ্দিকি বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে শিক্ষা বিষয়ক কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশও জাতি গঠনে অবদান রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্য প্রফেসর মশিউর রহমান ভূঁইয়া জানান, দেশে বেকারত্ব নিরসনে এ ধরনের শিক্ষামূলক প্রশিক্ষণ প্রোগ্রামের কোনো বিকল্প নেই। এতে করে শিক্ষার্থীরা জ্ঞানের বিশাল রাজ্যে বিচরণের সুযোগ পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হারান চন্দ্র ভূঁইয়া বলেন, সুশিক্ষিত জাতি মাত্রই উন্নত জাতি, যে কোনো জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে হলে অবশ্যই আগামী প্রজন্মের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এছাড়াও অনুষ্ঠানে এখন টেলিভিশন কুমিল্লারব্যুরো রিপোর্টার মাসুদুর রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রেজেন্টেশন প্রোগ্রামের উপর জোর দিয়ে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই শিক্ষার্থীরা প্রশিক্ষিত হয়ে সাংবাদিকসহ অন্যান্য সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
সবশেষে প্রভাষক মনোয়ার মজুমদার জানান, ক্যাম্পাসভিত্তিক ফ্রি প্রোগ্রামে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে শ্রেণি বিরতিতে বিখ্যাত লেখকদের বই পড়ে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষা বিষয়ক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক উপস্থিতি আগামীর আধুনিক কুমিল্লা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
তফসিল ঘোষণার আগেই জমজমাট প্রচারণা কুমিল্লায়
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়েচিকিৎসকের মৃত্যু
নির্বাচন সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে হবে-ধর্ম উপদেষ্টা
তিতাসে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন অব ঢাকা (বাসেড) এর নতুন কমিটি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
ভুয়া সনদে চাকরি করছেন কুবি শিক্ষক!
ভূমিকম্প বাংলাদেশকে দিল কড়া বার্তা
দেশের সংকটে বিএনপিসর্বদা ঐক্যবদ্ধ- মনিরুল হক চৌধুরী
দুই হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের প্রার্থীর শো-ডাউন!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২