সেবার ব্রত নিয়ে চিকিৎসা পেশায় নিয়োজিত থেকে এবার নিজ গ্রামের বাসিন্দাদের চিকিৎসা সেবা দিলেন কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর গ্রামের চার চিকিৎসক।
শনিবার (২২ নভেম্বর) উপজেলার গ্রালিমপুর গ্রামে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘গালিমপুর প্রজন্ম পরিবার’-এর উদ্যোগে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্রামের দুই শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ওই সেবা প্রদান করেন।
চিকিৎসকরা হলেন- ডা: সাগর চক্রবর্তী, ডা: সবুজ সরকার, ডা:অনিন্দিতা ভট্টাচার্য ও ডা: আরিফুল ইসলাম।
সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সেবা নিতে দেখা গেছে রোগীদের। বেশি ভীড় করেছেন নারী রোগীরা। গ্রামবাসীও ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আয়োজক সংগঠন ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ডা. অনিন্দিতা ভট্টাচার্য বলেন- গ্রামের নারীরা নানা সমস্যায় ভূগে থাকেন। নারীরা অনেক তথ্য গোপন রাখে যার ফলে সমস্যাও দিনে দিনে জটিল হয়। আমি চেষ্টা করছি রোগীদের নানা সমস্যার কথা শুনে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে।
গালিমপুর প্রজন্ম পরিবারের সভাপতি মো. সারোয়ার আলম পাখি বলেন- বিগত আড়াই বছর আগে গ্রামের তরুন প্রজন্মের উদ্যোগে অরাজনৈতিক সংগঠন গালিমপুর প্রজন্ম পরিবারের যাত্রা শুরু করা হয়। সমাজের বৃত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছি আমরা। ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ।
তিনি আরও বলেন- বিগত সময় আমরা কয়েক শতাধিক অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। ঘর নির্মাণে সহযোগিতা, বিয়েতে আর্থিক অনুদান, ইফতার সামগ্রী বিতরণ, রোগীদের অর্থিক অনুদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে গালিমপুর প্রজন্ম পরিবার পাশে ছিল। আগামীতে সবার সহযোগিতা পেলে আরও বেশি মানুষের পাশে দাড়াতে পারবো।
