কবির হোসেন, তিতাস ।।
কুমিল্লার
তিতাস উপজেলায় প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি অভিযোগ পাওয়া গেছে।শনিবার
গভীর রাতে উপজেলার মঙ্গলকান্দি গ্রামের প্রবাস ফেরত দুলাল মিয়ার চকের
বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী দুলাল মিয়া ও তার ছোট ভাই
ইকবাল হোসেন বলেন,রাত আনুমানিক ২টার সময় হবে বাহিরে একটি শব্দ শুনতে পাই,
এসময় আমি থাই গ্লাস দিয়ে বাহিরে ফুকি দিয়ে দেখি দুইজন দাড়িয়ে আছে।
মুহুর্তের মধ্যেই বিল্ডিংয়ের গেইটের তালা কেটে ১০/১২ জন ভিতরে প্রবেশ করে
এবং প্রধান দরজা ভেঙে হাতে রামদা,লোহার রড ও পিস্তল হাতে নিয়ে আমার রুমে
ডুকে আমার হাত,মূখ বেধে ফেলে। আলমারি, সুকেশ সব কিছু ভেঙে নগদ টাকা,স্বর্ণ
অলংকারসহ মুল্যমান সব কিছু নিতে থাকে,তাদের মধ্যে আরো দুই জন আমার ছোট ভাই
ইকবালের রুমে গিয়ে তাকেও হাত-মূখ বেধে ফেলে এবং তার স্ত্রীকে মারধর সব নিয়ে
যায়।
কি কি নিয়েছে জানতে চাইলে, দুলাল মিয়া বলেন,নগদ পাঁচ লাখ টাকা,১২ ভরি ওজনের স্বর্ণ অলংকার,১৫ ভরি রূপাসহ মুল্যমান সব কিছু নিয়ে গেছে।
তাদেরকে চিনতে পারছেন কি না জানতে চাইলে দুলাল বলেন দুই একজন চিনতে পারছি, বাকীদের চিনতে পারি নাই।
এদিকে এলাকাবাসী বলেন,গত এক মাসে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। দিন দিন ডাকাতির প্রবণতা বারছে। মানুষ খুবই আতঙ্কে আছে।
খবর
পেয়ে তিতাস থানা পরিদর্শক (ওসি) খালেদ সাইফুল্লাহ সঙ্গীয় অফিসার নিয়ে ঘটনা
স্থলে গিয়েছেন। ভুক্তভোগীর সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে
ওসি খালেদ সাইফুল্লাহ জানিয়েছেন।
