সোমবার ২৪ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২
তফসিল ঘোষণার আগেই জমজমাট প্রচারণা কুমিল্লায়
জহির শান্ত, কুমিল্লা
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:২৮ এএম আপডেট: ২৪.১১.২০২৫ ১:০৪ এএম |


তফসিল ঘোষণার আগেই জমজমাট প্রচারণা কুমিল্লায় তফসিল ঘোষণার আগেই সরগরম হয়ে উঠেছেকুমিল্লার রাজনৈতিক মাঠ। জেলার বিভিন্ন আসনে বিএনপি, জামায়াত, এলডিপি, এনসিপিহ ছোট বড় রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা প্রতিদিনই বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে কেউ কেউ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি জোরদার করেছেন। আবার অনেক আসনে মনোনয়নবঞ্চিতরা ‘পুন:বিবেচনার’ প্রত্যাশায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে দলীয় প্রচারণা ও ব্যক্তিগত শোডাউন অব্যাহত রেখেছেন।
নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টিতে দলের প্রাথমিক মনোনীত প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। তবে এরপর কয়েকটি আসনে দেখা দেয় অসন্তোষ। যার ফলে দুয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের জল্পনা-কল্পনাও চলছে। 

এদিকে বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন আসনে অসন্তোষ-উত্তেজনা থাকলেও দলীয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে জামায়াত। ১১টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে দলটি এবং অনেক আগে থেকেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। এছাড়া দুটি আসনে এলডিপি এবং এনসিপির প্রচারণাও নজর কাড়ছে। ফলে তফসিল ঘোষণার আগেই কুমিল্লার পুরো নির্বাচনী মাঠ রূপ নিয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত এক রাজনৈতিক উৎসবে। শহর থেকে গ্রাম সবখানে নির্বাচনী উত্তেজনা স্পষ্ট।
তফসিল ঘোষণার আগেই জমজমাট প্রচারণা কুমিল্লায়
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে কুমিল্লা ১ (দাউদকান্দি -মেঘনা) আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রচারণা চলছে বেশ জোরেশোরে। এ আসনে তার বিপরীতে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান বাহালুল। তিনিও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
কুমিল্লা ২ (হোমনা-তিতাস) আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এখানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক অধ্যক্ষ সেলিম ভূইয়া আরো দু’জন মনোনয়নের প্রত্যাশায় প্রচারণা চালাচ্ছেন। এ আসনে জামায়াতের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা।
কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপি'র প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ আসনে জামায়াতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল।
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সী। আসনটিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী হচ্ছেন দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়াও এ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। ত্রি-মুখী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে দেবিদ্বার। 
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন। তবে এ আসনে বিএনপিতে বিভক্তি রয়েছে। দলটির মনোনয়নের প্রত্যাশায় মাঠে আছেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। এ আসনে জামায়েতের প্রার্থী ডক্টর মোবারক হোসাইন। সকলের প্রচারণাই চলছে বেশ জোরেশোরে।
কুমিল্লা ৬ সদর আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপর থেকেই দলটিতে ছড়িয়ে পড়ে অসন্তোষের আগুন। দলের মনোনয়ন প্রত্যাশী চেয়ার পার্সনের আরেক উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন। টানা ১১ দিন ধরে সদর ইয়াছিনের মনোনয়নের দাবিতে আন্দোলনের ঘটনা নজরে আসায় সম্ভাব্য প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে ফোন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি ‘বিবেচনার আশ^াসের’ পর কর্মসূচি প্রত্যাহার হলেও ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। পাশাপাশি বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রচারণা ও শোডাউন চলছে। এ আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এবং এবি পার্টির প্রার্থী আছেন মিয়া মোহাম্মদ তৌফিক।
কুমিল্লা-৭ চান্দিনা আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এ আসনে এলডিপির প্রার্থী রয়েছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদন। প্রায় প্রতিদিনই তার পক্ষে সভা-সমাবেশে চলছে। এখানে জামায়াতের প্রার্থী হচ্ছেন মোশাররফ হোসেন। 
কুমিল্লা-৮ বরুড়া আসনে বিএনপির প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের প্রার্থী দেওয়া হয়েছে অধ্যাপক শফিকুল ইসলাম হেলালকে। 
কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী দলের শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। মনোনয়ন ঘোষণার পর এ আসনে অসন্তোষ দেখা দিলে তারেক রহমানের ফোনে তা মিটে যায়। এ আসনে জামায়াতের প্রার্থী ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
কুমিল্লা ১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুইয়া। এ আসনে জামায়াতের প্রার্থী মাওঃ ইয়াছিন আরাফাত এবং কুমিল্লা ১১ আসনে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াতের প্রার্থী দলের নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের।
আগামী নির্বাচন, বিএনপির প্রার্থী বাছাই ও অন্যান্য বিষয় নিয়ে জানতে চাইলের দলের স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনার জন্য নির্বাচনই একমাত্র পথ। সে বিবেচনায় আমরা যোগ্য, জনগণের প্রিয় এমন নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্য এমন প্রার্থীই আমরা নির্বাচন করেছি।
জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, চৌদ্দগ্রাম আসনের মানুষকে আরও উন্নত ও সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারের ন্যায্য সুযোগ, নিরাপত্তা এবং সামাজিক ন্যায় নিশ্চিত করা। আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি আমাদের এলাকার উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনগণকে আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
তফসিল ঘোষণার আগেই জমজমাট প্রচারণা কুমিল্লায়
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়েচিকিৎসকের মৃত্যু
নির্বাচন সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে হবে-ধর্ম উপদেষ্টা
তিতাসে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন অব ঢাকা (বাসেড) এর নতুন কমিটি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
ভুয়া সনদে চাকরি করছেন কুবি শিক্ষক!
ভূমিকম্প বাংলাদেশকে দিল কড়া বার্তা
দেশের সংকটে বিএনপিসর্বদা ঐক্যবদ্ধ- মনিরুল হক চৌধুরী
দুই হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের প্রার্থীর শো-ডাউন!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২