নিজস্ব
প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে উৎসব মুখের পরিবেশে
অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ
হোসেন। তিনি বলেন, নির্বাচন ঘোষিত সময়ে ও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত
হবে। সেই লক্ষ্যে প্রশাসন এবং ইলেকশন কমিশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
রবিবার
(২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউনহলে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের
উদ্যোগে জেলা-মহানগর ইমাম–খতীব কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য শেষে
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারাদেশে মসজিদের খতিব,
ইমাম ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রে সুরক্ষায় সরকার নীতিমালা প্রণয়ন করেছে
উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তাদেরকে নীতিমালায় নিয়ে আসা হবে, যাতে করে
তারা কোন বৈষম্যের শিকার হলে সুরক্ষা বা আইনের আশ্রয় নিতে পারেন।
একসময়
তিনি দায়িত্বশীলদেরকে আহবান জানান, 'ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে
জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা প্রদান করবেন।'
সম্মেলনে
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা
মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন
ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার ও মহাসচিব মুফতি শরীফ
উল্লাহ তারেকী, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজিদিন মুহাম্মদ, মহানগর
বিএনপির উদবাতল বারী আবুসহ নেতৃবৃন্দ।
