
মিরপুর
শেরে-ই বাংলা স্টেডিয়ামে বিগত এক দশকে পঞ্চম দিন পর্যন্ত টেস্ট গড়িয়েছে
খুবই কম। সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টও যে শেষ দিনে
যাবে, তা কয়জনই বা ভেবেছিলেন? বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আশা
করেননি, ম্যাচ পাঁচ দিনে গড়াবে।
আজ (রোববার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে
বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘(ম্যাচ পাঁচ দিনে যাওয়ায়) ভালো লাগছে।
অবশ্যই ভালো লাগছে। আশা করিনি। সত্যি বলতে আমরাও আশা করিনি। তবে পাঁচ দিন
গিয়েছে... কষ্ট করে এই ইনিংসে ১০টা উইকেট নেওয়া লেগেছে। এটাই আসলে টেস্ট
ক্রিকেটের সৌন্দর্য এবং আমরা সবাই,০ প্রত্যেকটা ক্রিকেটার খুব উপভোগ করেছি
এই টেস্ট ম্যাচ।’
শান্ত বললেন, আয়ারল্যান্ডের এই লড়াইটাই মূলত টেস্ট
ক্রিকেটের সৌন্দর্য। তার ব্যাখ্যা, ‘এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য,
আমার মনে হয় যে ছোট দল, বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট
খেলেছে, এটা মানতেই হবে। পঞ্চম দিনের উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা
আমাদের দিয়েছে, অবশ্যই ওদেরকে এই কৃতিত্ব দিতে হবে।’
দলের বোলারদের
প্রশংসা করে শান্ত বলেন, ‘তবে এর পাশাপাশি আমি বলব যে আমাদের বোলাররা
যেভাবে বল করেছে, ওই ধৈর্যটা নিয়ে। এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো। স্পেশালি
তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং এবাদত, সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বোলিং
করেছে এটা আসলে ক্রেডিট দেওয়ার মতো।’
