
২০
অক্টোবর লিগের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছিল। জাতীয় ফুটবল দলের ব্যস্ততা শেষে
৩৪ দিন পর আবার ঘরোয়া ফুটবল শুরু হচ্ছে। আগামীকাল চার ভেন্যুতে বাংলাদেশ
ফুটবল লিগের চার ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামীকাল সবচেয়ে হাই ভোল্টেজ
ম্যাচ আবাহনী-মোহামেডান। ২২ বছর পর মোহামেডান গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন
হয়েছে। এবার লিগের শুরু ভালো হয়নি। দুই ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট। তাদের
চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীরও তাই। আগামীকাল ম্যাচে তাই দুই দলের লক্ষ্য
পূর্ণ তিন পয়েন্ট। যদিও এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মোহামেডানের ফুটবলাররা
বেতনের জন্য ক্লাবকে আল্টিমেটাম দিয়ে রেখেছে।
আগামীকাল কিংস অ্যারেনায়
ফর্টিজ-পুলিশের মুখোমুখি হবে। মানিকগঞ্জে আরামবাগের বিপক্ষে খেলবে
বসুন্ধরা কিংস আর মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ ফকিরেরপুল
ইয়ংমেন্স। পরশু দিন তৃতীয় রাউন্ডে একমাত্র ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও
পিডব্লিউডি।
২৬ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হয়েছে। দুই রাউন্ড
হয়ে গেলেও বাফুফে লিগের লোগো ব্যবহার করতে পারেনি। আগামীকাল তৃতীয় রাউন্ড
থেকে লোগো ব্যবহার হবে। ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড পেট্রোনাস লিগের
পৃষ্ঠপোষক।
বাংলাদেশ ফুটবল লিগের নতুন লোগো নিয়ে ফুটবলাঙ্গনে খানিকটা
সমালোচনা চলছে। মাস দুয়েক পর লোগো প্রকাশ করলেও ফুটবলপ্রেমীদের কাছে খুব
আকর্ষণীয় মনে হয়নি। বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম লোগো
নিয়ে বলেন, 'বেশ গুরুত্বের সঙ্গেই লোগো করা হয়েছে। কোনো অ্যাপ বা অন্য
কারোর সঙ্গে আমাদের লোগোর সামঞ্জস্য হলে সেটা একান্তই কাকতালীয়।'
