
বাংলাদেশ
নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য
এশিয়া কাপকে ‘মিশন অস্ট্রেলিয়া’ নাম দিয়েছে ফেডারেশন। সেই মিশন
অস্ট্রেলিয়ায় ফেডারেশন পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে চাইনিজ মোবাইল কোম্পানি
‘ইনফিনিক্সি’কে। আজ দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
বাফুফে
সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, 'আমাদের মিশন
অস্ট্রেলিয়ার পার্টনার ইনফিনিক্স। তাদের সঙ্গে চুক্তি এপ্রিল পর্যন্ত।
অস্ট্রেলিয়া এশিয়া কাপ পর্যন্ত তারা আমাদের নানা ধরনের সাপোর্ট দেবে।'
আজকের
অনুষ্ঠানে ছিলেন ইনফিনিক্সের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিয়ান টমি।
তিনি বলেন, 'বাংলাদেশ নারী ফুটবলে এগিয়ে যাচ্ছে। আমরা এর সঙ্গী হতে পেরে
আনন্দিত। ব্যক্তিগতভাবে আমি ফুটবল পছন্দ করি, নিজেও খেলেছি ছোটবেলায়।'
এশিয়া
কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাফুফে এই মাসে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে।
সামনে এ রকম প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানেই মূলত
ইনফিনিক্সের সহায়তা পাবে ফেডারেশন। 'আসন্ন নারী ত্রিদেশীয় সিরিজে ইনফিনিক্স
টাইটেল স্পন্সর। আমরা নারী দলের প্রস্তুতির জন্য আরো কয়েকটি প্রীতি ম্যাচ
খেলব, সেটা হোম কিংবা অ্যাওয়ে হতে পারে। আবার অস্ট্রেলিয়াতেও দুই সপ্তাহ
আগে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই সকল ক্ষেত্রে ইনফিনিক্স আমাদের সহায়তা
করবে’, বলেন সভাপতি তাবিথ আউয়াল। অস্ট্রেলিয়া সফর, প্রীতি ম্যাচ আয়োজন বেশ
ব্যয়বহুল। মিশন অস্ট্রেলিয়ার পুরো বাজেট বাফুফে সভাপতি উল্লেখ করেননি। তবে
জানা গেছে, প্রায় ৪ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের মধ্যে প্রায় ৫০ শতাংশ
ইনফিনিক্সের মাধ্যমে পাওয়ার প্রত্যাশা ফেডারেশনের।
নভেম্বরে ত্রিদেশীয়
সিরিজের পর জাতীয় দলের কোনো সূচি নির্ধারিত নেই। সামনে রয়েছে সাফ ক্লাব
চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলাদেশের নাসরিন স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করবে। ঐ
দলে পুরো জাতীয় দল খেলছে না সেটি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি, 'সামনে
আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে যারা খেলবেন,
তাদের অনেকে আবার সাফ ক্লাব কাপে খেলবেন। আবার অনেকে ঘরোয়া লিগেও খেলবেন।
আমরা নারী ফুটবলারদের অনুশীলনের পাশাপাশি টুর্নামেন্ট/ম্যাচ খেলার
অভিজ্ঞতাও দেয়ার চেষ্টা করছি কারণ বেশি অনুশীলনে ক্লান্তি চলে আসে।'
১
মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী এশিয়া কাপ। পরের মাসের এক তারিখে
থাইল্যান্ডে অ-২০ এশিয়া কাপ। সেটাও বাংলাদেশ প্রথমবারের মতো খেলবে।
ইনফিনিক্স মিশন অস্ট্রেলিয়ায় থাকলেও অ-২০ দলের থাইল্যান্ড মিশনে নেই। এর
ব্যাখ্যায় বাফুফে সভাপতি বলেন, 'অ-২০ দলের কয়েকজন খেলোয়াড় সিনিয়র দলেও
রয়েছেন। আবার কয়েকজন খেলোয়াড় রয়েছেন শুধু অ-২০ দলের। আমরা থাইল্যান্ডের
জন্য আলাদা পরিকল্পনা ও ব্যবস্থাপনা করব।’
