জেলা
তথ্য অফিস কুমিল্লার আয়োজনে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে
তারণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ
সাফকাত আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য
অফিসার মোহাম্মদ নূরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম মীর
হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সফিকুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া
কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ, কে, এম শামসুদ্দীন ও বাংলাদেশ সাংবাদিক সমিতির
চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো: এমরান হোসেন বাপ্পি প্রমুখ। এ সমাবেশে
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক,
শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন
শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, তরুণ
প্রজন্মই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। তাদের মানবিক গুণাবলী সম্পন্ন
নাগরিক হতে হবে এবং নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। বিদ্যমান
সংকীর্ণ ও স্বার্থপর মানসিকতার পরিবর্তন হলেই পুরো দেশের পরিবর্তন হবে।
শিক্ষা, আইনশৃংখলা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক
সম্প্রীতি রক্ষা ও কর্মমূখী শিক্ষা চালু করতে হবে। দূর্নীতি ও চাঁদাবাজ
মুক্ত দেশ গড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়াশোনায় মনোযোগ
দেয়ার ওপর গুরাত্বরোপ করেন এবং দেশপ্রেমের আহবান জানান। বক্তাগন আরো বলেন,
পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। নিজেকে বদলালেই
বদলাবে দেশ। তরুনদের মানবিক গুনাবলি বিকাশ, দায়িত্ববোধ ও ইতিবাচক চিন্তার
মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহবান জানান। আলোচনা সভার পূর্বে চলচ্চিত্র
প্রদর্শন অনুষ্ঠিত হয়।
