কুমিল্লা
জেলার আদর্শ সদর উপজেলার দিদার মার্কেট (কাশিনাথপুর) এলাকায় বেকারি পণ্য
এবং মিষ্টি তৈরীর কারখানায় আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা
থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন
ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযানকালে
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি পণ্য তৈরী করা, অননুমোদিত কালার,
নিজ নামের পরিবর্তে ‘কুমিল্লা মাতৃভান্ডার নামে নকল বক্সে বা প্যাকেটে
রসমালাই বিক্রি করায় ‘হাফছা সুইট এন্ড বেকারিকে’ ভোক্তা অধিকার সংরক্ষণ
আইন-২০০৯ লংঘন করায় বিভিন্ন ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং
ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার
অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নমুনা সংগ্রহকারী মো. সাকিবসহ কুমিল্লা জেলা
আনসার ব্যাটালিয়নের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
