“নতুন
দায়িত্ব, নতুন যাত্রা”- এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়া
সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন "বাংলা সাহিত্য পরিষদ" এর
নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮
নভেম্বর) বেলা ১১টায় কলেজের কলা ভবনের ২১১ নম্বর কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত
হয়।সহযোগী অধ্যাপক জনাব মো. নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর
মো. মশিউর রহমান ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের
অধ্যাপক প্রফেসর মোহাম্মদ রাফিউল ইসলাম সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও
শিক্ষার্থীরা।
নবগঠিত কমিটির সভাপতি রাশেদা আক্তার মিলির হাতে দায়িত্ব
হস্তান্তর করেন পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন। এর আগে
নতুন কমিটির সকলের নাম ঘোষণার মধ্য দিয়ে বাংলা সাহিত্য পরিষদের কার্যক্রমের
নতুন অধ্যায়ের সূচনা হয়। অতিথিরা সাহিত্যচর্চার গুরুত্ব, শিক্ষার্থীদের
সৃজনশীলতা বিকাশ এবং নীতি–নৈতিকতার আলোকে গঠনমূলক সংগঠন পরিচালনার
দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য 'বাংলা সাহিত্য পরিষদ' ২০২৪ সালে
ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ,
সাহিত্যচর্চা ও সৃজনশীলতা বিকাশে কাজ করার মহৎ লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়।
