
কে
বলবে বাংলাদেশ কেবলই একটি নিয়মরক্ষার লড়াইয়ে নামছে! এশিয়ান কাপ বাছাইপর্বে
ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে তুমুল উন্মাদনায় ভাসছেন লাল-সবুজের সমর্থকরা।
ম্যাচ শুরুর ঘণ্টা তিনেক আগেই তারা গ্যালারির আসন দখল করতে শুরু করেন। গায়ে
ফুটবল দলের জার্সি আর হাতে প্ল্যাকার্ড-ব্যানার, সর্বত্র হামজা-সামিতদের
জয়ের প্রত্যাশা।
আজ (মঙ্গলবার) রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারতের এই
রোমাঞ্চকর লড়াই। ম্যাচটি সরাসরি দেখতে যেন তর সইছে না কারও। কেউ কেউ আফসোস
করছেন কেন আরও আগে লাইনে দাঁড়িয়ে স্টেডিয়ামে প্রবেশের আনুষ্ঠানিকতা সারতে
পারলেন না। টিকিট নিরীক্ষা, নিরাপত্তাজনিত কয়েক স্তরের বাধা পেরোতেও যেন
কোনো বিরক্তির রেশ নেই।
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন
ছাড়াও ক্রীড়াক্ষেত্রে সব সময়ই উত্তেজনার রেশ থাকে। সাম্প্রতিক সময়ের নানা
ঘটনা তাতে আরও ঘি ঢেলেছে। আর হামজা-সামিত-জামালদের প্রতি পুনর্জন্ম হওয়া
আবেগ তো আছেই।
ম্যাচ শুরুর আরও অনেক সময় বাকি। এখনই গলা ফাটিয়ে বাংলাদেশ
দল, বিশেষত হামজার নামে স্লোগান তুলছেন গ্যালারিতে আগত দর্শকরা। ফুটবলাররা
মাঠে পা রাখার আগেই তাদের অভ্যর্থনা জানাচ্ছেন, আর প্রেরণা দিচ্ছেন
কাঙ্ক্ষিত জয় পেতে।
খানিক বাদেই ওয়ার্মআপ করতে মাঠে আসেন বাংলাদেশ দলের
ফুটবলাররা। দর্শকদের অভিবাদনের জবাব দিতে তাদের দিকে এগিয়ে যান হামজা ও
জামাল। মুখে স্মিত হাসি আর হালকা হাত নাড়িয়ে যেন জানাতে চাইলেন- আমরা আছি,
তোমাদের স্বপ্ন পূরণে লড়ব শেষ মিনিট পর্যন্ত!
