মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২
চান্দিনায় কর্মী সম্মেলনে এলডিপি মহাসচিব;
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় প্রমাণ করলো মানবতা বিরোধী অপরাধের কোন ক্ষমা নেই
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:০৩ এএম আপডেট: ১৮.১১.২০২৫ ১:২৩ এএম |




শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় প্রমাণ করলো মানবতা বিরোধী অপরাধের কোন ক্ষমা নেইরণবীর ঘোষ কিংকর।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন- অপরাধের বিভিন্ন শ্রেণিভেদ থাকে, অনেক অপরাধ ক্ষমার যোগ্য। কিন্তু মানবতা বিরোধী অপরাধ কখনো ক্ষমা করা যায় না। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও প্রমাণ করলো মানবতা বিরোধী অপরাধের কোন ক্ষমা নেই। এর আগে এই ট্রাইব্যুনালই মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতাদের অনেকের বিরুদ্ধে মৃত্যুদন্ড প্রদান করেছিলো।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে বরকইট ইউনিয়ন এলডিপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- দেশে ২টি দল মানবতাবিরোধী অপরাধে দায়ী। একটি হচ্ছে আওয়ামী লীগ, অপরটি হলো জামায়াতে ইসলামী। দেশ বিভাজনের শুরু থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত জামায়াতে ইসলাম যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের অনেক নেতা-কর্মীকে সাজা দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। একই অপরাধে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ তার বাহিনীর অপরাধীদের একই সাজা প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 
সাবেক ওই প্রতিমন্ত্রী আরো বলেন, এই দেশে আওয়ামী লীগ নামে আর কোন সংগঠন রাজনীতি করতে পারবে না। এদেশের জনগণ আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করবে না। যারা আওয়ামী লীগ করেছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন তাদের সবাই মানবতা বিরোধী অপরাধ করেননি।  সুতরাং যারা পরিচ্ছন্ন ভাবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নিরীহভাবে জীবন যাপন করেছেন আপনারা এখন অন্য চিন্তা করেন। আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতির সাথে যুক্ত হন। তিনি এসময় স্থানীয় আওয়ামী লীগের নিরীহ ও নিরপরাধ নেতাকর্মীদের তার দলে যোগ দিতে পরামর্শ  দেন।
বরকইট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের। 
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা এলডিপি সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজ, পৌর এলডিপি সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি, বরকইট ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মু. সাখাওয়াত হোসেন, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন, বরকইট ইউনিয়ন গণতান্ত্রিক কৃষকদল সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি এনামূল হক প্রমুখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার মৃত্যুদণ্ড
শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের রায়
দণ্ডপ্রাপ্তহাসিনাকে আবার ফেরত চাইল বাংলাদেশ
ক্ষমতার চূড়া থেকে ফাঁসির ফেরারি
চৌদ্দগ্রামে জামায়াত নেতার গাড়ি পুড়ে দিয়েছে দূর্বৃত্তরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পুলিশের অভিযানে৪৪ জন আটক
শেখ হাসিনার মৃত্যুদণ্ড
গোমতী নদীর চর থেকে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ
রায় যাই হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২