
জাতীয় বাস্কেটবলের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে ৮৩-৬০ পয়েন্টে হারিয়ে অষ্টম বারের মতো তারা এ শিরোপা জেতে।
এ নিয়ে দলটি টানা অষ্টমবার ও মোট ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে।
চট্টগ্রামের
সাগরিকায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট
স্টেডিয়াম সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে ৩০তম জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার
ফাইনাল খেলা হয়।
জাতীয় দলের আট খেলোয়াড় নিয়ে গঠন করা নৌবাহিনী দল খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে।
প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর মিথুন কুমার বিশ্বাস।
ছয়টি দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলায় গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল ফাইনালে অংশগ্রহণ করে।
গ্রুপ পর্বের খেলাতেও বিমান বাহিনীকে হারিয়েছিল নৌবাহিনী।
গত অক্টোবরে যশোরে শুরু হওয়া এ জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয় চট্টগ্রামে।
চূড়ান্ত
পর্বে অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, রাজশাহী জেলা ক্রীড়া
সংস্থা, ড্যাফোডিল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও
স্বাগতিক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।
