
রংপুর
বিভাগকে ১৩ রানে হারিয়ে জাতীয় নারী ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে
বরিশাল বিভাগ। শেষ ম্যাচে ঢাকা বিভাগকে ৬ উইকেটে হারিয়ে রানার্স আপ হয়েছে
খুলনা বিভাগ।
বিকেএসপিতে সোমবার ২০ ওভারে বরিশাল তোলে ১৩৭ রান। ৫২ বলে
৫১ রান করেন অভিজ্ঞ ফারজানা হক, তার উদ্বোধনী জুটির সঙ্গী সুমি আক্তার করেন
৪৫ বলে ৪৭।
অধিনায়ক রাবেয়া খান ৮ রান করে আউট হলেও দুই ছক্কায় ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার।
রান তাড়ায় প্রথম দুই ওভারে দুই উইকেট হারানো রংপুর সেভাবে লড়াই জমাতে পারেনি। দশে নেমে ১৮ বলে ৩২ রান করে ব্যবধান কমান লাকি আক্তার।
অধিনায়ক রাবেয়া, হ্যাপি আলম ও ফাতেম আক্তার শিকার করেন দুটি করে উইকেট।
দলকে
সামনে থেকে নেতৃত্ব দিয়ে লিগের সেরা ক্রিকেটার হয়েছেন রাবেয়া। ৭ ম্যাচে
১১৮.৫৪ গড়ে ১৭৯ রান করেন বরিশাল অধিনায়ক, ওভারপ্রতি ৩.৭৫ রান দিয়ে উইকেট
নেন ৯টি।
বিকেএসপির আরেক মাঠে ঢাকা বিভাগকে ৬৫ রানে আটকে রেখে সহজেই
জিতে যায় খুলনা। রান রেটে এগিয়ে থাকায় রানার্স আপ হয় তারা। কিন্তু বরিশালকে
ছুঁতে পারেনি।
৭ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন বরিশাল।
৫টি করে জয়ে খুলনা ও চট্টগ্রামের পয়েন্ট সমান ১০, রান রেটে এগিয়ে থেকে
রানার্স আপ খুলনা।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান আসে শামিমা সুলতানার
ব্যাট থেকে। প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার ২৭৫
রান করেন ৪৫.৮৩ গড়ে। সর্বোচ্চ ১৪ উইকেট যৌথভাবে ফাতমা জাহান সোনিয়া ও
সুলতানা খাতুনের।
১৩১.২৫ স্ট্রাইক রেটে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১৮৯ রান করে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের পুরস্কার জেতেন জুরাইয়া ফেরদৌস জয়িতা।
