সোমবার ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২
পুলিশের ৩৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:০৮ এএম |



গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও ৬ জেলায় নতুন পুলিশ সুপারসহ একদিনে পুলিশের ৩৬ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি প্রজ্ঞাপনে তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়।
এর মধ্যে ডিআইজি পদমর্যাদার ৫ জন, অতিরিক্ত ডিআইজি ১২ জন ও এসপি পদমর্যাদার ১২ জন রয়েছেন।
প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর, ডিএমপির উপকমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুর, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনা, ডিএমপির উপকমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ ও ডিএমপির উপকমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনিকে হাইওয়ে পুলিশে, এপিবিএন পার্বত্য জেলাসমূহের কার্যালয়ের ডিআইজি মো. নজরুল ইসলামকে এপিবিএন সদর দপ্তরে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগমকে পাঠানো হয়েছে এপিবিএনের পার্বত্য জেলাসমূহের কার্যালয়ে।
পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদ পাওয়া কর্মকর্তাদের মধ্যে অ্যান্টি টেরোরিজম ইউনিটের মো. শাহরিয়ার, এসবির মোহাম্মদ আবদুল কাদের, পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসান, সিএমপির মো. হাসান মোস্তফা স্বপন ও এসবির আমীনুল ইসলামকে একই ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সিআইডির মো. মাসুম বিল্লাহ তালুকদারকে অ্যান্টি টোরিরিজম ইউনিটে পাঠানো হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদে পিএসটিএস বেতবুনিয়ার মো. আব্দুস সোবাহানকে সিআইডিতে, সিআইডির এ এফ এম আনজুমান কালামকে বেতবুনিয়া ডিএসটিএসে, বরিশাল এপিবিএনএর আবু আহাম্মদ আল মামুনকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহী রেঞ্জের মো. শাহাব উদ্দীনকে বরিশাল এপিবিএনে, বরিশাল রেঞ্জের মো. নাজিমুল হককে চট্টগ্রাম রেঞ্জে, এসবির সরকার মোহাম্মদ কায়সারকে হাইওয়ে পুলিশে, রাজশাহী সারদার ফয়সার মাহমুদকে সিলেট রেঞ্জে ও সিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া সিএমপির মো. হাসান মোস্তফা স্বপনকে ও এসবির আমীনুল ইসলামকে একই ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
আর পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া জিএমপির মো, রেজাউর রহমানকে কেএমপিতে, পুলিশ স্টাফ কলেজের তহুরা জান্নাতকে রেলওয়ে পুলিশে ও ঢাকা রেঞ্জের মো. রাজীব ফরহানকে পিবিআইতে পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে বরিশাল রেঞ্জে, সিএমপির হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে হাইওয়ে পুলিশে, এসএমপির শরীফুল ইসলামকে সিএমপিতে ও ময়মনসিংহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের রাশিদা বেগমকে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়েছে।
এছাড়া গাইবান্ধার এসপি নিশাত এ্যঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরে, ফরিদপুরের এসপি মো. আব্দুল জলিলকে পিবিআইতে, পাবনার এসপি মো, মোরতোজা আলী খানকে সিআইডিতে, নীলফামারীর এসপি আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে পিবিআইয়ে পাঠিয়েছে সরকার।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ
রায় যাই হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে; এগুলো পাত্তা দিবেন না : ড. মোশাররফ
গোমতী নদীর চর থেকে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
জনগণের প্রতিটি ভোটের আমানত রক্ষা করব : আবুল কালাম
কুমিল্লায় তারেক রহমানের ৩১ দফা ও হাজী ইয়াছিনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ
ড. মোশাররফের নেতৃত্বে ধানের শীষের গণমিছিল আজ
তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২