নিজস্ব
প্রতিবেদক: আনন্দঘন পরিবেশে ও কেক কেটে, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সিসিএন-ইউএসটি ক্লাব
কার্ণিভাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর, শনিবার সকালে
কুমিল্লার কোটবাড়ী এলাকার চৌধুরী এস্টেটে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নিজস্ব
ক্যাম্পাসের অডেটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের
অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়ামের সঞ্চালনায় ক্লাব
কার্ণিভালের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও বোর্ড
অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো: তারিকুল ইসলাম চৌধুরী,
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল
নাছের। আরো বক্তব্য রাখেন বিভিন্ন ক্লাব সোসাইটির সভাপতি-সেক্রেটারিবৃন্দ।
পরে
কেট কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের লিবারেল
আর্টস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আলী হোসেন চৌধুরী, ইংরেজী বিভাগের অধ্যাপক
মো: মনিরুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান এবং সিসিএন-ইউএসটি
ক্লাব নির্বাচন ২০২৫ এর সমন্বয়ক ডক্টর মোহাম্মদ খাইরুল ইসলাম জুমান,
জনসংযোগ কর্মকর্তা মো: এমদাদুল হক সোহাগ সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,
কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,
১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ক্লাব ও
সোসাইটিসমূহের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপ উপলক্ষে বিভিন্ন ধরনের
ইভেন্ট আয়োজন সহ ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভেন্ট সমূহের মধ্যে
নারী-পুরুষের ব্যাডমিন্টন টুর্ণামেন্ট, দাবা টুর্ণামেন্ট, ওয়ার্কশপ, টাইপিং
মাস্টার কম্পিটিশন, ট্রেজার হান্ট, অটোক্যাড ডিজাইন কম্পিটিশন, ওয়ার্কশপ
অন ইলেক্ট্রিক কম্পোনেন্ট, ক্যারিয়ার টক ও কুইজ প্রতিযোগিতা, বিজনেস কুইজ
কম্পিটিশন, দিনব্যাপী এসএমই ও ইনোভেশন ফেয়ার, প্রোগ্রামিং বিষয়ক ওয়ার্কশপ,
আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা, এস্কেপ রুম, ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশন,
ফটোগ্রাফি এক্সিবিশন, মোটিভেশনাল ওয়ার্কশপ ফর ভলান্টিয়ার্স, সাংস্কৃতিক
অনুষ্ঠানরে আয়োজন রয়েছে।
