রোববার ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২
কোটি টাকা ব্যয়ে নির্মিত হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধন করলেন শাহপুর দরবার শরীফের পীর সৈয়দ কাওকাব কাদেরী
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:২৭ এএম আপডেট: ১৬.১১.২০২৫ ১:৫৪ এএম |



 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাফিজিয়া  মাদ্রাসা উদ্বোধন করলেন শাহপুর দরবার  শরীফের পীর সৈয়দ কাওকাব কাদেরী গতকাল শনিবার সকাল ১১ টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শাহপুর দরবার শরীফ সংলগ্ন ছাওয়ালপুর গ্রামে পাক পাঞ্জাতন সুন্নিয়া নূরানী হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্বোধন করেন আলে রাসূল, আওলাদে গাউসে পাক আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদের পীর সাহেব শাহপুর দরবার শরীফ কুমিল্লা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনকুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক বিএনপি উদবাতুল বারী আবু, জিকরুল্লাহ ইসলামিক কমিটি কুমিল্লা মহানগরের সম্মানিত সভাপতি আলহাজ্ব ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন আল কাদেরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শরিফুল ইসলাম আল কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী, চট্টগ্রামের বিশিষ্ট ফল ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ শাহপরান কাদেরী। 
শাহপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ বিল্লাল হোসেন প্রায় কোটি টাকা ব্যয়ে ছয় তলা ভিত্তির উপর মাদ্রাসা ভবন তিন তলা কমপ্লিট করেছেন। মাদ্রাসায় কম্পিউটার ল্যাব, ডিজিটাল বোর্ড, সিসি ক্যামেরাইত্যাদির সকল আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। অভিভাবকাে তার সন্তানের অবস্থা এবং পড়ালেখার অগ্রগতি প্রতিদিন মোবাইল ফোনের মাধ্যমে অবগত করানো হবে। হাফিজিয়া মাদ্রাসার সাথে সাথে দরসে নিজামী সিলেবাস অনুযায়ী এখানে একাডেমিক পাঠ দান করা হবে। বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। স্বাগত বক্তব্যে মোহাম্মদ হাবিবুর রহমান প্রতিষ্ঠানের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন। মাদ্রাসাটি ছাওয়ালপুর পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অবস্থিত। 
প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব কেবলা কোরআন শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করেন এবং কোরআন সুন্নাহর আলোকে এর ফজিলত বর্ণনা করেন। ব্যক্তি উদ্যোগে নির্মিত বিশাল এ প্রতিষ্ঠানে বয়স্ক মানুষের সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত ও নামাজ শিক্ষার ব্যবস্থা রাখার জন্য কমিটির প্রতি আহ্বান জানান। আধুনিক স্থাপত্য শৈলীর ডিজাইনে নির্মিত এ ভবনটির সকলেই প্রশংসা করেন। আজ ১৬ নভেম্বর থেকে ছাত্র-ছাত্রী আবাসিক অনাবাসিক ভর্তি কার্যক্রম চলছে। মাদ্রাসাটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা কমিটির বদ্ধপরিকর। অনুষ্ঠানের বক্তব্য রাখেন শাহপুর দরবার শরীফের ইমাম হযরত মাওলানা আল ইমরান, মাওলানা মোঃ গোলাম হাসান কাদেরী হযরত মাওলানা মুফতি গোলাম মোহাম্মদ শাহজালাল প্রমূখ। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো: জামান, মহানগর যুবদলের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার আলম, ইসলামী ফ্রন্ট নেতা ডাক্তার মোহাম্মদ হানিফ ও মাওলানা নুরুল ইসলাম।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ড. মোশাররফের নেতৃত্বে ধানের শীষের গণমিছিল আজ
বিরোধ মিটিয়ে ঐক্য গড়তে জেলা বিএনপির বৈঠক
তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা
আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদেরবিরুদ্ধে
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে কুমিল্লা মেডিকেল সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২