কুমিল্লায়
গত ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সদর
উপজেলার দুতিয়ার দিঘীর পাড় থেকে সামিউল বশির নামে ১১ বছর বয়সী এক মাদ্রাসা
শিক্ষার্থী, লাকসাম উপজেলায় আইসক্রিম ফ্যাক্টরি থেকে সাব্বির হোসেন নামে এক
যুবকের এবং লালমাই উপজেলার হরিশ্চর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির
লাশ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করেছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ
পরিদর্শক মোঃ মমিনুল হক জানান, নিখোঁজের দু’দিন পর পুকুরপাড়ে এক মাদ্রাসা
শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর
উপজেলার দুতিয়ার ধিঘির পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সামিউল
বাসির (১১) সদর দক্ষিন উপজেলার আবু ইউসুফের ছেলে। সে আমড়াতলী এলাকার তার
ফুফুর বাড়ির সুবাদে দুতিয়ার দিঘির পাড় গাউছিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও
এতিমখানায় লেখাপড়া করতো।
সামিরুলের স্বজনরা জানায়, গেলো ২৭ অক্টোবর
দুপুরের পর থেকে তারা সামিরুলের সন্ধান পায়নি। এ নিয়ে আত্মীয় স্বজনসহ
সম্ভাব্য সব জায়গা খোঁজাখুজি করে।
পুলিশ কর্মকর্তা মমিরুল হক জানান,
বুধবার বেলা আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শিশু
সামিরুলের মরদেহ উদ্ধার করে। তবে কে কি কারনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা
প্রাথমিকভাবে নিশ্চিত না হলেও কিছু সিসি ফুটেজ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত
শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, কুমিল্লার
লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়ায় নিখোঁজের তিন দিন পর
সাব্বির হোসেন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে
ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা। তিনি জানান,
বুধবার বিকেলে গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার
ভিতর থেকে তীব্র দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকে। এতে আশপাশের লোকজন গন্ধের উৎস
খুঁজতে গিয়ে কারখানার ভিতরে প্রবেশ করলে সেখানে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে
দেখে পুলিশকে খবর দেয়। নিহত সাব্বির একই এলাকার সৈয়দ আহমেদ ছেলে।
ওসি নাজনীন সুলতানা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে,
কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লালমাই
উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর ( নিশ্চিন্তপুর)এলাকা থেকে লাশটি
উদ্ধার করা হয়।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন
জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর রাতের পর কোনো এক সময়
চট্টগ্রামগামী (টু ডাউন লাইন) ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের আনুমানিক বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। লাশটি
উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে মাথায় গুরুতর
জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের পরিচয়
শনাক্তে পুলিশ কাজ করছে।
