সোমবার ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২
কুমিল্লা-৬ আসনেজামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের গণসংযোগ
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১:১৬ এএম আপডেট: ১০.১১.২০২৫ ১:৪৩ এএম |

 

  কুমিল্লা-৬ আসনেজামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের গণসংযোগআগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাস এলাকা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ রবিবার বিকেলে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের রড়দৈল এলাকায় গণসংযোগ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফয়েজুল ইসলাম।
প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাস এলাকা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর, ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স প্রা. লি.-এর চেয়ারম্যান ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ এবং অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ, পরে সন্ধা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শ সদর উপজেলা দুর্গাপুর উত্তর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড কার্যালয় আলেখার চরে শুভ উদ্ভোদন করেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর, ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স প্রা. লি.-এর চেয়ারম্যান ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ এবং অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ, ৪নং ওয়ার্ড সেক্রেটারি কাজী আবুল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর মোহাম্মদ গিয়াস উদ্দিন আজম শাহ, সেক্রেটারি মোঃ শওকত আলম, সহকারী সেক্রেটারি কাজী তাজুল ইসলাম, , সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন, ২নং ওয়ার্ড সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথি মুফতি মাহবুবুল আলম বলেন, “আন্দোলন, সংগ্রাম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করা সম্ভব।”
ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ বলেন, “দীর্ঘদিন পর আজ আমরা নতুন অফিস উদ্বোধন করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। অতীতে এই ওয়ার্ডে আমাদের প্রার্থীর বিজয় হয়েছিল, এবারও ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিজয়ী হবে।”
অফিস উদ্ভোদনে প্রধান অতিথি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, “দুর্গাপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিজয় আসবেই। দেশের দুর্নীতিগ্রস্ত পরিস্থিতি থেকে মুক্তির জন্য জামায়াতে ইসলামীকে নির্বাচিত করা ছাড়া বিকল্প নেই। ইনকাম ট্যাক্স অফিস থেকে শুরু করে সর্বত্র আজ দুর্নীতির বিস্তার ঘটেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ন্যায়ভিত্তিক ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে কুমিল্লা-৬ আসনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত হবে। এ অফিস প্রতিষ্ঠা হবে বিজয়ের সূচনা বিন্দু, আর ২০২৬ সাল হবে ইসলামের বিজয়ের বছর।”
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
লাকসামে দোলার প্রচারণায় হামলা
পরিকল্পিত নৈরাজ্যের অভিযোগ
অক্টোবরে দ্বিগুন হয়েছে নারী ও শিশু নির্যাতন মামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে দেশের অন্যতম মহানগরীতে রুপান্তর করা হবে-মনির চৌধুরী
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে পূবালী চত্বরে সমর্থকদের অবস্থান
কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩
কুমিল্লায় ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন আটক
বুড়িচংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২