সোমবার ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২
দেবিদ্বার-চান্দিনা সড়ক
সেই সড়কের সংস্কার কাজ শুরু
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১:১৭ এএম আপডেট: ১০.১১.২০২৫ ১:৪৪ এএম |





সেই সড়কের  সংস্কার কাজ শুরুশাহীন আলম । 
দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কের  সংস্কার কাজ। 
রবিবার (৯ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ১২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সড়কটির সংস্কার কাজ বাস্তবায়ন করছে রিমি নির্মাণ লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বার উপজেলা সদর থেকে চান্দিনার বাগুর সিএনজি স্ট্যান্ড পর্যন্ত সাড়ে ১৪ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকায় মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন এবং কৃষিপণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে।
এর আগে গত ১০ অক্টোবর সকালে নির্বাচনী প্রচারণায় এসে একই সড়কের কাচিসাইর এলাকায় ভাঙাচোরা রাস্তার গর্তে পানি জমে থাকা দৃশ্য দেখে প্রতীকী প্রতিবাদ হিসেবে সেই গর্তে মাছ ছেড়ে আলোচনা তৈরি করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সেই অভিনব প্রতিবাদ ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসার পর সড়কটি সংস্কারের দাবি জানায় এলাকাবাসি।
দেবিদ্বার উপজেলা এনসিপি’র ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, “হাসনাত আব্দুল্লাহর উদ্যোগ ও সহযোগিতাতেই অবশেষে এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। তাঁর প্রচেষ্টায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকল্প অনুমোদন মেলে, যা স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরিয়েছে।”
স্থানীয় বাসিন্দা মো. রাকিবুল ইসলাম হৃদয় বলেন, “এই সড়কটি সংস্কার হলে দেবিদ্বার ও চান্দিনার মধ্যে যোগাযোগ অনেক সহজ হবে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায়ও গতি আসবে।”
ঠিকাদারি প্রতিষ্ঠান রিমি নির্মাণ লিমিটেডের হিসাবরক্ষক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, “সড়ক ও জনপথ বিভাগের অধীনে ১২ কোটি ৪১ লাখ টাকায় সাড়ে ১৪ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে।”
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেবিদ্বার থেকে চান্দিনা সড়কটি দীর্ঘদিন ধরেই সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ। অবশেষে সরকার প্রকল্প অনুমোদন দিয়েছে। দ্রুত কাজ শেষ করে মানুষের ভোগান্তি দূর করাই এখন লক্ষ্য। কাজ শেষ হলে দেবিদ্বার-চান্দিনা যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঞা বলেন, “সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। এটি কিছু অংশ ডালাই কংক্রিট এবং কিছু অংশ পিচ হবে। আশা করছি আগামী ৪-৫ মাসের মধ্যেই কাজ শেষ হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
লাকসামে দোলার প্রচারণায় হামলা
পরিকল্পিত নৈরাজ্যের অভিযোগ
অক্টোবরে দ্বিগুন হয়েছে নারী ও শিশু নির্যাতন মামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে দেশের অন্যতম মহানগরীতে রুপান্তর করা হবে-মনির চৌধুরী
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে পূবালী চত্বরে সমর্থকদের অবস্থান
কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩
কুমিল্লায় ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন আটক
বুড়িচংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২