সোমবার ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২
পদুয়ার বাজার বিশ্বরোডে যানজট নিরসনে তৎপর হাইওয়ে পুলিশ
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১:১৬ এএম আপডেট: ১০.১১.২০২৫ ১:৪৩ এএম |



  পদুয়ার বাজার  বিশ্বরোডে যানজট নিরসনে তৎপর হাইওয়ে পুলিশনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে হাইওয়ে পুলিশ। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর এর নেতৃত্বে রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা-নোয়াখালী-চাঁদপুর সড়কের প্রবেশমুখে কোন প্রকার যাত্রী উঠানামা এবং যত্রতত্র পার্কিং না করতে বাস ও সিএনজি অটোরিক্সা চালকদের সতর্ক করা হয়। নিয়মানুসারে এখন থেকে লাকসাম রোডের চারু মার্কেটের দক্ষিণ পাশে সিএনজি অটোরিক্সা শৃঙ্খলাবদ্ধ হয়ে যাত্রী উঠানামা করার নির্দেশনা দেয় হাইওয়ে পুলিশ। পাশাপাশি যাত্রীবাহী বাসগুলোকে আঞ্চলিক এই মহাসড়কের প্রবেশমুখে না দাঁড়িয়ে কিছুটা সামনে গিয়ে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করার নির্দেশনা প্রদান করা হয়। হাইওয়ে পুলিশের অভিযানের পর থেকে কুমিল্লা-নোয়াখালী-চাঁদপুর সড়কের শৃঙ্খলা ফিরতে শুরু হয়েছে। ফলে যানজট থেকে মুক্তি পাচ্ছে হাজারো যাত্রী। হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই সড়কে চলাচলকারী যাত্রীরা।
স্থানীয় আব্দুল কাইয়ুম বাবু জানান, যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে সড়ক ও মহাসড়ক। অবৈধ পার্কি ও যত্রতত্র যাত্রী উঠানামা করার কারণে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় তীব্র হচ্ছিল এই যানজট। হাইওয়ে পুলিশের উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি যানজট নিরসনে পুলিশের অভিযানের ধারা অব্যাহত রাখার দাবি জানাচ্ছি।
এবিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর জানান, কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডসহ সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশ প্রতিনয়ত কাজ করে যাচ্ছে।
বেশ কিছু সীমাবন্ধতা থাকার পরেও সকলের সহযোগিতায় সাধারন মানুষের নিরাপদ সড়ক নিশ্চিত করনে কাজ করছি যা আগামীতেও অব্যাহত থাকবে।
ছিনতাই ও ডাকাতিরোধেও তৎপর রয়েছে পুলিশ। যানজট নিরসনে পুলিশের পাশাপাশি পরিবহন চালক, মালিক ও স্থানীয় সচেতন মহলের আন্তরিক সহযোগিতার কামনা করেছেন তিনি।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
লাকসামে দোলার প্রচারণায় হামলা
পরিকল্পিত নৈরাজ্যের অভিযোগ
অক্টোবরে দ্বিগুন হয়েছে নারী ও শিশু নির্যাতন মামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে দেশের অন্যতম মহানগরীতে রুপান্তর করা হবে-মনির চৌধুরী
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে পূবালী চত্বরে সমর্থকদের অবস্থান
কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩
কুমিল্লায় ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন আটক
বুড়িচংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২