নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে
যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে হাইওয়ে পুলিশ। লাকসাম ক্রসিং
হাইওয়ে থানার ওসি আদেল আকবর এর নেতৃত্বে রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে
কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করা
হয়। কুমিল্লা-নোয়াখালী-চাঁদপুর সড়কের প্রবেশমুখে কোন প্রকার যাত্রী উঠানামা
এবং যত্রতত্র পার্কিং না করতে বাস ও সিএনজি অটোরিক্সা চালকদের সতর্ক করা
হয়। নিয়মানুসারে এখন থেকে লাকসাম রোডের চারু মার্কেটের দক্ষিণ পাশে সিএনজি
অটোরিক্সা শৃঙ্খলাবদ্ধ হয়ে যাত্রী উঠানামা করার নির্দেশনা দেয় হাইওয়ে
পুলিশ। পাশাপাশি যাত্রীবাহী বাসগুলোকে আঞ্চলিক এই মহাসড়কের প্রবেশমুখে না
দাঁড়িয়ে কিছুটা সামনে গিয়ে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করার
নির্দেশনা প্রদান করা হয়। হাইওয়ে পুলিশের অভিযানের পর থেকে
কুমিল্লা-নোয়াখালী-চাঁদপুর সড়কের শৃঙ্খলা ফিরতে শুরু হয়েছে। ফলে যানজট থেকে
মুক্তি পাচ্ছে হাজারো যাত্রী। হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে স্বাগত
জানিয়েছেন এই সড়কে চলাচলকারী যাত্রীরা।
স্থানীয় আব্দুল কাইয়ুম বাবু
জানান, যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে সড়ক ও মহাসড়ক। অবৈধ পার্কি ও যত্রতত্র
যাত্রী উঠানামা করার কারণে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় তীব্র হচ্ছিল এই
যানজট। হাইওয়ে পুলিশের উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি যানজট নিরসনে
পুলিশের অভিযানের ধারা অব্যাহত রাখার দাবি জানাচ্ছি।
এবিষয়ে লাকসাম
ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর জানান, কুমিল্লা পদুয়ার বাজার
বিশ্বরোডসহ সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশ প্রতিনয়ত কাজ করে
যাচ্ছে।
বেশ কিছু সীমাবন্ধতা থাকার পরেও সকলের সহযোগিতায় সাধারন মানুষের নিরাপদ সড়ক নিশ্চিত করনে কাজ করছি যা আগামীতেও অব্যাহত থাকবে।
ছিনতাই
ও ডাকাতিরোধেও তৎপর রয়েছে পুলিশ। যানজট নিরসনে পুলিশের পাশাপাশি পরিবহন
চালক, মালিক ও স্থানীয় সচেতন মহলের আন্তরিক সহযোগিতার কামনা করেছেন তিনি।
