ইসমাইল নয়ন।।
কুমিল্লা
ব্রাহ্মণপাড়ায় আরসি (৮) নামে ছোট বোনকে হত্যা করলো আপন বড় বোন। গতকাল ৮
নভেম্বর (শনিবার) বিকালে উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে এ ঘটনা
ঘটে। মৃত আরসি উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের মোঃ সোহেলের ছোট
মেয়ে।আর হত্যাকারী ঘাতক আপন বড় বোন সাদিয়া আরেফিন আলবি( ১৬)। নিহতের দাদী
ফাতেমা আক্তার জানান, আরসি ও আলবির বাবা ও মা উভয়ে চট্রগ্রাম থাকেন। যার
কারণে তারা আমার কাছে থাকে। ঘটনার দিন দুপুরে আরসি খাবার খাওয়ার পর তাকে
আমার বসত ঘরে ঘুম পাড়িয়ে রাখি। কিছু সময় পর আমি বাহির থেকে ঘরে প্রবেশ করে
দেখতে পাই আরসির অস্বাভাবিক অবস্থায় বিছানায় পরে আছে। এবং তার গলায় ও মুখে
আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিক ভাবে আমার ডাকচিৎকারে আরসির চাচা আনোয়ার
হোসেন আরসিকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। হাসপাতালের
কর্তব্যরত ডাক্তার আশিক মোহাম্মদ তকি জানান, রোগীটি হাসপাতালে আনার পূর্বে
মৃত্যু হয়েছে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এস আই আল আমীন ব্রাহ্মণপাড়া
স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত হয়ে নিহত আরসির শোরত হাল রিপোর্ট তৈরি করে
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরদিন
নিহত আরসির বড়বোন সাদিয়া আরেফিন আলবি অস্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকে
এরপর সে হত্যার দায় স্বীকার করে জানান আমি আমার ছোট বোন আরসিকে কে হত্যা
করি। পরে ব্রাহ্মণপাড়া থানার এস আই আল আমীন সঙ্গীয় ফোর্সসহ তাদের নিজ বাড়ী
থেকে বড়বোনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার
ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, আজ সকালে আরসির হত্যার মূল আসামী বড়
বোনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং বড় বোন সাদিয়া আরেফিন
আলবি তার ছোট বোনকে হত্যার দায় আদালতেস্বীকার করেন জবানবন্দি দেন । এ নিয়ে
আমরা আরো তদন্ত করছি হত্যার মূল কারণ কি।
