সোমবার ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২
লাকসামে দোলার প্রচারণায় হামলা
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১:২১ এএম আপডেট: ১০.১১.২০২৫ ১:৪৪ এএম |




  লাকসামে দোলার প্রচারণায় হামলানিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়ি বহরে এবং তার উপর হামলার ঘটনা ঘটেছে। এতে মনোনয়ন প্রত্যাশী দোলাসহ অন্তত ২০ জন আহত হয়। রবিবার দুপুরে কুমিল্লার লাকসামের ছনগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের অভিযোগ বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া আবুল কালামের সমর্থকরা এ হামলা চালায়। হামলার সময় সামিরা আজিম দোলার গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। দোলা লাকসামের সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্ণেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজিমের মেয়ে। 
স্থানীয় সূত্র ও আহতরা জানান, বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলা গাড়ি বহর নিয়ে লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ছনগাও গ্রামে যান। বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রত্যাশি আবুল কালামের সমর্থক একটি  গ্রুপ হামলা চালায়। এ সময় সশস্ত্র হামলাকারীরা সামির আজিম দোলার গাড়ি ভাংচুর করে এবং গাড়ির ভিতরে থাকা দোলার উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। হামলার সময় দোলার অন্তত ২০জন নেতাকর্মী এবং ৪জন স্থানীয় সাংবাদিক আহত হন। আহত অবস্থায় দোলাকে একটি মোটরসাইকেলে করে দ্রুত লাকসাম উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়।  এছাড়া অপর আহতদেরও লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর লাকসাম ও মনোহরগঞ্জে সামিরা আজিম দোলার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাপক ক্ষোভের আশঙ্কা রয়েছে।

বিএনপির একাধিক নেতাকর্মী সূত্রে জানা গেছে, ওইদিন সকালে উপজেলার কেমতলী গ্রামে গণসংযোগের অংশ হিসেবে উঠান বৈঠকে শেষে কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ এবং আরেকটি উঠান বৈঠকের উদ্দেশ্যে যাচ্ছিলেন সামিরা আজিম দোলা। ওই সময় বিএনপির অপরাংশ দলের প্রাথমিক মনোনীত প্রার্থী মো. আবুল কালামের (চৈতী কালাম) কর্মী সমর্থকদের কাছে বাধাগ্রস্ত হন। তাঁরা সামিরা আজিম দোলার গাড়ি বহরে হামলা করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হন।
  লাকসামে দোলার প্রচারণায় হামলা
আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সামিয়া আজিম দোলা, তাঁর অনুসারী পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি জসিম উদ্দিন, আবদুল হালিম, নূরু, শামছুল হক, যুবদল নেতা আবুল কাশেম, ফয়সল, জাহিদুল ইসলাম, সাগর, আলাউদ্দিন, মন্টু, মোরশেদ আলম, পারভেজসহ প্রায় ১৫/ ১৬জন। তন্মধ্যে ৫-৬ জনের অবস্থা গুরুতর।
বিএনপির একটি সূত্র জানায়, বিএনপি দলীয় সাবেক সাংসদ কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিম'র মৃত্যুর পর তাঁর কন্যা সামিরা আজিম দোলাকে নিয়ে লাকসামে বিএনপির একটি অংশের নেতাকর্মীরা কুমিল্লা-৯ সংসদীয় আসনের লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার ওয়ার্ডগুলোতে পৃথক শো-ডাউন, এবং সভা- সমাবেশ করে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি অনুষ্ঠিতব্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলীয় মনোনয়ন চান।
ইতোমধ্যে দল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও দলের লাকসাম উপজেলা সভাপতি মো. আবুল কালামকে প্রাথমিক প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়। ফলে তিনি দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ করছেন।
এদিকে প্রয়াত সাবেক সাংসদ কর্নেল আজিম কন্যা সামিয়া আজিম দোলা তাঁর কর্মী সমর্থকদের নিয়ে তিনিও এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।
সামিরা আজিম দোলার অনুসারী হাজী জসিম উদ্দিন ও জাহিদুল ইসলাম বলেন, গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ২৩৭টি সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণা করেন। ওই তালিকায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কালামের নাম রয়েছে। সম্ভাব্য তালিকায় সামিরা আজিম দোলার নাম না থাকলেও চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় মাঠ পর্যায়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ, উঠান বৈঠকসহ নানা কর্মূসূচি অব্যাহত রেখেছেন তিনি।
দুই নেতা আরো বলেন, রবিবার সকাল ১১টা থেকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের কর্মসূচি শুরু করেন সামিরা। ইউনিয়নের কেমতলি উঠান বৈঠক শেষে গাড়িবহর নিয়ে ছনগাঁও যাওয়ার পথে আবুল কালামের অনুসারীরা গাড়িবহর আটকে ভাঙচুর ও দোলার অনুসারীদের ওপর হামলার হামলা করেন। এ সময় নেতাকর্মীরা ঢাল হয়ে সামিরাকে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলাসহ বিএনপি ও যুবদলের প্রায় ২৫ নেতাকর্মী আহত হন।
এ সময় হামলাকারীরা সামিরা আজিম দোলার গাড়ি, নেতাকর্মীদের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসাধীন আহত সামিরা আজিম দোলার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন গুলির মতো ইটপাটকেল নিক্ষেপ করেছে। এ সময় তিনি কেঁদে ওঠে বলেন, "আমি বিশ্বাসই করতেই পারিনি-কর্ণেল আজিমের মেয়েকে মারার জন্য হামলা করবে কেউ!"
সামিরা আজিম দোলার অভিযোগ, ‘মূলত; তাঁদের টার্গেট ছিলো, আমাকে ও আমাদের দলীয় নেতা হাজি জসিম উদ্দিনকে মেরে ফেলা। যার ফলে তাঁরা আমার গাড়ি ভাংচুর করে। এ ছাড়াও বারংবার রড, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।’
এ ব্যাপারে সামিরা আজিম দোলা আরো বলেন, ‘আমার বাবা কর্নেল আজিম লাকসাম-মনোহরগঞ্জের মানুষের কাছে অনেক জনপ্রিয় নেতা ছিলেন। বাবার জনপ্রিয়তায় ও নেতাকর্মীদের ভালোবাসায় আমি এখানে জননেতা তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১ দফার লিফলেট বিতরণসহ কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় রবিবার কান্দিরপাড় ইউনিয়নে কয়েকটি উঠান বেঠকের কথা ছিল।’
সামিরা বলেন, ‘একটি উঠান বৈঠক শেষে অন্যটিতে যাওয়ার পথে আমার গাড়িবহরে এই অতর্কিতে হামলা চালানো হয়।
তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁরা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন।’ 
এই ঘটনায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুবিচার দাবি করেছেন।
এদিকে এই হামলার ঘটনার বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি মো. আবুল কালাম হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘নির্বাচনকে বানচাল করার জন্য এবং ভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে এটি একটি ষড়যন্ত্র। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছি, যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে যেনো তাঁদের আইনের আওতায় নেওয়া হয়।’
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গেছেন।
ওসি জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
লাকসামে দোলার প্রচারণায় হামলা
পরিকল্পিত নৈরাজ্যের অভিযোগ
অক্টোবরে দ্বিগুন হয়েছে নারী ও শিশু নির্যাতন মামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে দেশের অন্যতম মহানগরীতে রুপান্তর করা হবে-মনির চৌধুরী
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে পূবালী চত্বরে সমর্থকদের অবস্থান
কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩
কুমিল্লায় ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন আটক
বুড়িচংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২