কুমিল্লা-৯
(লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয়
বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের মনোনয়নের পর একটি কুচক্রী মহল
নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা
বিএনপি।
রবিবার দুপুরে সামিরা আজিম দোলার কর্মসূচিকে কেন্দ্র করে
হামলার ঘটনাকে বিএনপির স্থানীয় নেতারা ‘বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা’ বলে
অভিহিত করেছেন।
তারা বলেন, এই ঘটনা ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।
ওইদিন
সন্ধ্যায় লাকসাম উপজেলা বিএনপির আয়োজনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব
অভিযোগ তুলে ধরেন নেতৃবৃন্দ। এই ঘটনায় যুবদল, সেচ্ছাসেবকদলের ৪জন গুরুতর
আহতসহ ২০ জন আহত হয়েছে এবং আহতরা লাকসামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছে বলে জানিয়ে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, লাকসাম উপজেলা
বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ্ রায়হান।
এ সময়
উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক
গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সহ- সভাপতি
আলহাজ্ব নুর হোসেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু।
