সোমবার ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২
এশিয়ান আরচ্যারিতে ক্যারিয়ার সেরা স্কোর বাংলাদেশের বন্যার
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:১৭ এএম আপডেট: ১০.১১.২০২৫ ১:৪১ এএম |

এশিয়ান আরচ্যারিতে ক্যারিয়ার সেরা স্কোর বাংলাদেশের বন্যারতীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরচ্যারদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন রাম কৃষ্ণ সাহা ও বন্যা আক্তার। 
বাংলাদেশের আরচ্যারদের মধ্যে সর্বোচ্চ ১২তম হয়েছেন বন্যা। ৬৯৩ তার ব্যক্তিগত সেরা স্কোর। ৭০৫ স্কোর গড়ে কম্পাউন্ড নারী এককের কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম হয়েছেন ভারতের দীপশিখা। 
পুরুষদের ইভেন্টে ৬২ জন প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর গড়ে রাম হয়েছেন ষষ্ঠ। ৬৮৭ স্কোর গড়ে সেরা হয়েছেন ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগে।
ব্যক্তিগত ক্যারিয়ার সেরা স্কোর করার পর বন্যা বলেন, ‘আমি আমার পারফরম্যান্সে খুশি ছিলাম। আশা করি, ভালো কিছু দিতে পারব এবং অনুশীলনে যে স্কোর ছিল, সেটা এখানে দিতে পেরেছি। বাতাস এখানে অনেক ছিল। বিশেষ করে প্রথম স্কোরিংয়ের সময় বাতাসটা বেশি ছিল। এতে একটু প্রভাব পড়েছে। তবে আস্তে আস্তে এটা কমে গেছে। আন্তর্জাতিকভাবে প্রথমবার ক্যারিয়ার সেরা স্কোর করেছি। এটা কালকের জন্য কাজে দেবে। আমার আত্মবিশ্বাসও বাড়াবে।’
রামকৃষ্ণ বলেন, ‘আমার যথেষ্ট ভালো র‌্যাঙ্কিং হয়েছে। ৬ নম্বরে এসেছি। নক আউট এমন একটা রাউন্ড যেখানে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। আমি নিজের সেরা পারফরম্যান্স করতে পারলে অবশ্যই ভালো হবে। একটা মেডেল আশা করতে পারি।’
রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের বাকি তিন আরচ্যার মোহাম্মদ রাকিব ৬৪৭ স্কোর নিয়ে ৩২তম, সাগর ইসলাম ৬৩৯ স্কোর নিয়ে ৩৮তম ও আব্দুর রহমান আলিফ ৬৩৭ স্কোর নিয়ে হয়েছেন ৪১তম। রিকার্ভ পুরুষ এককে সাগর, আলিফ ও রাম কৃষ্ণের কাছেই প্রত্যাশা বেশি বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে অবশ্য এই ইভেন্টে বাংলাদেশের চার আরচ্যারই ‘বাই’ পেয়েছেন। রাম দুটি ‘বাই’ পেয়ে এক লাফে পৌঁছে গেছেন সেরা-১৬-তে।
সেরা ২৪ এর লড়াইয়ে রাকিব মুখোমুখি হবেন চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনের। র‌্যাঙ্কিং রাউন্ডে ২৪তম হওয়া মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্ডির প্রতিপক্ষ আলিফ। সাগর লড়বেন র‌্যাঙ্কিং রাউন্ডে ২৭তম হওয়া ভিয়েতনামের লি কুয়োক ফংয়ের। 
কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের বাকি তিন আরচ্যার কুলসুম আক্তার ৬৮৮ স্কোর নিয়ে ১৭তম, পুষ্পিতা জামান ৬৮০ স্কোর নিয়ে ২৪তম ও মিথিলা আক্তার ৬৬২ স্কোর নিয়ে ৩২তম হয়েছেন। 
কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের চার আরচ্যারের মধ্যে তিন জন ‘বাই’ পেয়েছে উঠেছেন ১/১৬-এর মঞ্চে। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরুতে মিথিলার প্রতিপক্ষ সৌদি আরবের রাঘাদ কাবি। কুলসুম ১/১৬-তে লড়বেন ইরানের ফাতেমেহ বাঘেরির বিপক্ষে। পুষ্পিতার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পার্ক জং উন। বন্যার প্রতিপক্ষ ইরানের বিতা ওসকই আশেঘজাদেহ। 
পুরুষ দলগত রিকার্ভে ১/৪-এ উঠতে বাংলাদেশ খেলবে ভিয়েতনামের বিপক্ষে। কম্পাউন্ড নারী দলগত বিভাগে সেমিফাইনালে উঠতে বাংলাদেশ খেলবে কাজাখস্তানের বিপক্ষে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
লাকসামে দোলার প্রচারণায় হামলা
পরিকল্পিত নৈরাজ্যের অভিযোগ
অক্টোবরে দ্বিগুন হয়েছে নারী ও শিশু নির্যাতন মামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে দেশের অন্যতম মহানগরীতে রুপান্তর করা হবে-মনির চৌধুরী
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে পূবালী চত্বরে সমর্থকদের অবস্থান
কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩
কুমিল্লায় ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন আটক
বুড়িচংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২