শুক্রবার ৭ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২
উম্মে মা’বাদের তাঁবুতে মহানবী (সা.)
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:৪৮ এএম |


মক্কা থেকে মদিনায় হিজরতের পথে একদিন দুপুর বেলা মহানবী (সা.) ও তার সঙ্গীরা যাত্রাবিরতি করেন খোজাআ গোত্রের অতিথিপরায়ণ নারী উম্মে মা’বাদের তাঁবুর পাশে। মহানবী (সা.) উম্মে মা’বাদকে জিজ্ঞাসা করেন, তার কাছে খাওয়ার মতো কিছু আছে কি না?
উম্মে মা’বাদ সাধারণত তাঁবুর বাইরে বসে থাকতেন মেহমানের অপেক্ষায়। মেহমান পেলে তাকে কিছু না খাইয়ে ছাড়তেন না। কিন্তু এইদিন তার বাড়িতে খাওয়ার মত কিছুই ছিল না। ওই সময়টা ছিল ব্যাপক খাদ্যসংকটের সময়। উম্মে মা’বাদের বকরিগুলো তার স্বামী মাঠে নিয়ে গিয়েছিলেন। শুধু একটা কৃশকায় দুর্বল বকরি উম্মে মা’বাদের তাঁবুর এক কোণে বাঁধা ছিল যে বকরিটি মাঠে যাওয়ার মত শক্তিও হারিয়ে ফেলেছিল।
উম্মে মা’বাদের কাছে কোনো খাবার নেই শুনে মহানবী (সা.) তার বকরিটি দোহন করার অনুমতি চান। উম্মে মা‘বাদ বলেন, ওর ওলানে দুধ থাকলে তো আমিই আপনাদের দোহন করে দিতাম। ওর ওলানে কিছু নেই।
কিন্তু মহানবী (সা.) ওই কৃশকায় দুর্বল বকরিটির বাঁটে ‘বিসমিল্লাহ’ বলে হাত রাখেন ও বরকতের দোয়া করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছায় বকরিটির ওলান দুধে পূর্ণ হয়ে যায়। তারপর তিনি দুধ দোহন করতে থাকেন। প্রথমে মহানবী (সা.) উম্মে মা‘বাদকে দুধ পান করান। তারপর নিজের সঙ্গীদের এবং সবশেষে তিনি নিজে পান করেন। তারপর এক পাত্র দুধ উম্মে মা‘বাদের কাছে রেখে তারা পুনরায় যাত্রা করেন।
উম্মে মা’বাদ পুরো ঘটনা দেখে অত্যন্ত বিস্মিত হন। তার যে বকরির মাঠে যাওয়ার শক্তিও ছিল না, ওই বকরি এত দুধ দিলো যে কয়েকজন তৃপ্ত হয়ে খাওয়ার পরও দুধ রয়ে গেল! তিনি মহানবীকে (সা.) চিনতেন না। তিনি বুঝতেও পারেননি তার তাঁবুতে কে অতিথি হয়েছিলেন। কিছুক্ষণ পর উম্মে মা’বাদের স্বামী বাড়ীতে ফিরে সব ঘটনা শুনে বলেন, আল্লাহর কসম! ইনিই কোরায়শের সেই আলোচিত ব্যক্তি। আমারও ইচ্ছা আছে তার ওপর ইমান আনার, তার অনুসরণ করার, সুযোগ পেলে আমি তার দলভুক্ত হবো।
এই ঘটনার প্রায় আট বছর পর উম্মে মা’বাদ ও তার স্বামী ইসলাম গ্রহণ করে সাহাবায়ে কেরামের সম্মানিত কাফেলায় শামিল হন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজজাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আমাকে একবার পরীক্ষা করে দেখুন; আমার দ্বারা কারও কোন ক্ষতি হবে না -মনিরুল হক চৌধুরী
নেতা-কর্মীদের শুভেচ্ছায় সিক্ত মনির চৌধুরী
হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা ও গণ-ইফতার
হোমনায় সেলিম ভূইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ক্ষোভের আগুনে জ্বলছে বিএনপি
মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়েছেন কুসিকের সাবেক কাউন্সিলররা
কুমিল্লা-১০ আসনে রেলপথ ও মহাসড়ক আটকে বিক্ষোভ
আনন্দযাত্রা পরিণত হলো চিরবিদায়ে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় প্রস্তুতি সভা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২