বাংলাদেশ আর্মি
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ কর্তৃক আয়োজিত
তিনদিনব্যাপী “সি.এস.ই ফল ফেস্ট ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে। বাইউস্ট
কম্পিউটার ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এ উৎসবে শুধুমাত্র বাইউস্টের
শিক্ষার্থীরাই অংশগ্রহণ করে।
৩ নভেম্বর অনুষ্ঠিত হয় (ওহঃবৎ টহরাবৎংরঃু
চৎড়মৎধসসরহম ঈড়হঃবংঃ - ওটচঈ) এবং একই দিনে শুরু হয় ২৪ ঘণ্টাব্যাপী হ্যাকাথন
(ঐধপশধঃযড়হ ২০২৫), যা শেষ হয় ৪ নভেম্বর। ফেস্টের শেষ দিনে ৫ নভেম্বর আয়োজন
করা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং কনটেস্ট ও সমাপনী অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠিত
হয় ক্যারিয়ার টক এবং চৎবঢ়ধৎরহম ভড়ৎ ঃযব ঔড়ন ঋরবষফ শীর্ষক একটি সেশন ঈধঃপয
ইধহমষধফবংয এর উদ্যোগে , যা শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি ও বাস্তব জ্ঞান
অর্জনে বিশেষভাবে সহায়ক ছিল।
সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি,
পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক
মামুন আহমেদ, ডিন সহযোগী অধ্যাপক গোলাম মোকতাদের নাঈম এবং বাইউস্ট
কম্পিউটার ক্লাবের অ্যাডভাইজার ও সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান।
উপাচার্য
তাঁর বক্তব্যে বলেন, “কম্পিউটার ক্লাবের এই আয়োজনের উদ্যম ও নিষ্ঠা সত্যিই
প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও সৃজনশীল
কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে, যাতে তারা ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বাজারে
নিজেদের যোগ্য করে তুলতে পারে।”
ফেস্টের সফল সমাপ্তির মাধ্যমে বাইউস্ট
সিএসই বিভাগ আবারও প্রমাণ করেছে তাদের দক্ষতা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং
প্রযুক্তির প্রতি গভীর ভালোবাসা।
