কুমিল্লার
লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্যা গ্রামের কৃষক ছাদু মিয়ার (৫৭)
নিখোঁজের ২৪দিনেও কোনো সন্ধান মিলেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায়
অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
এ
ঘটনায় নিখোঁজ ছাদু মিয়ার স্ত্রী রেহানা বেগম গত ১৬ অক্টোবর লাকসাম থানায়
নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী (জিডি) করলেও পুলিশ এখন পর্যন্ত তাঁর
কোনো সন্ধান করতে পারেননি।
লাকসাম থানার জিডি সূত্রে জানা গেছে, গত ১৪
অক্টোবর ভোর ৬টার দিকে ছাদু মিয়া বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি
ফিরেননি। আশপাশের এলাকাসহ আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরও
কোনো সন্ধান না পেয়ে তাঁর স্ত্রী রেহানা বেগম থানায় এই সাধারণ ডায়েরী
(জিডি) করেন।
নিখোঁজ ছাদু মিয়ার স্ত্রী রেহানা বেগম জানান, তাঁর
স্বামীর উচ্চতা অনুমান ৫ফুট ২ইঞ্চি, গায়ের রং কলো এবং মুখে আধাপাকা দাঁড়ি
রয়েছে। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে চেক লুঙ্গি ও অফ হোয়াইট রংয়ের একটি হাফ
শার্ট ছিলো।
এদিকে তাঁর ছোটভাই সাইফুল ইসলাম জানান, বিভিন্ন ব্যক্তি ও
প্রতিষ্ঠানের কাছে তাঁর ভাইয়ের প্রায় তিন থেকে চার লাখ টাকা ঋণ রয়েছে। এ
ছাড়াও তিনি শারীরিক ভাবে একটু অসুস্থ। কিন্তু দায়-দেনার জন্য নিরুদ্দেশ
হবেন এমনটিও মনে হচ্ছে না। কিন্তু নিখোঁজ হওয়ার কোনো কারণও তাঁরা ভেবে
পাচ্ছেন না।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরীর (জিডি) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই ঘটনায় দেশের সকল থানায় বার্তা দেওয়া হয়েছে। এ ছাড়া, তাঁর সন্ধানে পুলিশ আন্তরিক ভাবে চেষ্টা করছেন।
