বাংলাদেশ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মো. ফারুক হোসেন ডেপুটি অ্যাটর্নি
জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার জেলার দেবিদ্বার
উপজেলায়। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সহ ৪১ জন ডেপুটি অ্যাটর্নি
জেনারেল (জিএজি) ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে আইন
মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই
করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।
এ ব্যাপারে এডভোকেট ফারুক হোসেন
বলেন, আমি আমার আইন পেশায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের লিগ্যাল এডভাইজার হিসেবে
দায়িত্ব পালন করেছি। আমার করা বহু মামলা বিভিন্ন ’ল জার্নালে প্রকাশিত
হয়েছে। এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো
ন্যায় বিচার প্রাপ্তিতে। আমি আমার এই দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের সহযোগিতা
প্রত্যাশা করি।
কুমিল্লা জেলার দেবিদ্বারের সন্তান মো. ফারুক হোসেন
২০০১ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হয়ে ঢাকা জজ কোর্টে আইন
পেশায় যুক্ত হন। ২০০২ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকা ভুক্ত হন।
২০২১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। শুরু থেকেই তিনি
নিষ্ঠার সঙ্গে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ
হাসিনা সরকারের পতনের পর ৮ই আগস্ট সুপ্রিম কোর্টের ্র সিনিয়র আইনজীবী মো.
আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে ১৩ই
আগস্ট আইনজীবী আব্দুল জব্বার ভূঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে
অতিরিক্ত অ্যাটনি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর ২৮ শে আগস্ট ৬৬ জন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া
হয়।
এডভোকেট ফারুক ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি পাওয়াতে তার
নিজ উপজেলা দেবিদ্বারের বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ
জানান, এটা দেবিদ্বারের জন্য আনন্দের বার্তা। বিজ্ঞ আইনজীবী ফারুক হোসেন
একজন সৎ ও নিষ্ঠাবান এডভোকেট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনের
মাধ্যমে মানুষ ন্যায় বিচার পাওয়ার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠিায় তিন কাজ
করে যাবেন।
