
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বীর মুক্তিযোদ্ধা ড. এ কে এম জাহাঙ্গীর বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছেন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার ঝলম দরবেশ শাহ সেকান্দর ঈদগাহ মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জানা যায়, ড. এ কে এম জাহাঙ্গীর লাকসাম ও মনোহরগঞ্জে গ্রামে-গ্রামে, হাট-বাজারে গিয়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নানা কর্মসূচী পালন করে আসছেন। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বিএনপি’র ধানের শীষে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করছেন। এ উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় লাকসাম মনোহরগঞ্জের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও আলোচনা সভার আয়োজন করেছেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী ড. এ কে এম জাহাঙ্গীর। তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে রাস্ট্রদ্রোহ মামলা, বিভাগীয় মামলা ও হয়রানির শিকার হয়েছেন। বিএনপি’র রাজনীতি করার কারণে তাকে আওয়ামী সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন। সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব পদে দায়িত্ব পালন কালে ২০১৪ সালে বাধ্যতামূলক অবসরে পাঠায় তৎকালীন সরকার। পরবর্তীতে ৫আগস্টে পট পরিবর্তনের পর অন্তবর্তীকালীন সরকার পুনরায় তাকে সচিব পদে পদায়ন করে সচিব পদমর্যাদায় অবসরভাতা প্রদান করছেন। উল্লেখ্য তিনি সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এপিডি দায়িত্ব পালনকালে ওএসডি থাকা অবস্থায় ২০১৪সালে ফ্যাসিস্ট সরকার চাকুরীর মেয়াদ ২৫বছর হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠায়। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে অন্তবর্তী সরকার এক প্রজ্ঞাপনে তাকে ২০১১সাল থেকে সচিব পদে ভুতাপ্রেক্ষ পদোন্নতি দিয়ে সচিব পদের অবসর ভাতা পুন: নির্ধারণ করেন।
