ডিসেম্বরের
প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকালে
বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
সিইসি বলেন,
দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি
নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে
বৈঠককালে তাদের সেই কথাই বলেছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু ও
নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবকিছু করবেন।
সাংবাদিকদের প্রশ্নের
জবাবে সিইসি বলেন, রাজনৈতিক কর্মকাÐ নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে
না। তাছাড়া সরকারও বলেছে যে তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে
দলটির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কারো কোনো
প্রেসক্রিপশনে নয়, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে সঙ্গে নিয়ে
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব।
তিনি বলেন, এর আগে যে দুই-তিনটা
নির্বাচন হয়েছে, তেমন নির্বাচন হওয়ার সুযোগ নেই। সবার কাছে গ্রহণযোগ্য
নির্বাচন উপহার দেব আমরা। এক্ষেত্রে কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো চাপ অথবা
বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন।
সার্কিট হাউজের মতবিনিময়
সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হাল কাওসারসহ প্রশাসন এবং পুলিশ বিভাগের
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশালের নির্বাচন সংশ্লিষ্ট
কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনার জন্য
শুক্রবার সকালে বরিশালে আসেন সিইসি। শুক্রবার বরিশালে এলেও কর্মকর্তাদের
সঙ্গে বৈঠক করেন শনিবার। সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের
নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে এবং বিকালে বরিশাল সার্কিট হাউজে
পুলিশ ও প্রশাসনের লোকজন নিয়ে অনুষ্ঠিত হয় ওই দুটি বৈঠক। পরে তিনি কথা
বলেন সংবাদকর্মীদের সঙ্গে।