চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পার্টি(জাফর) এর প্রসিডিয়াম সদস্য
কাজী নাহিদ গুনবতী বাজারে গণসংযোগ করছেন। বুধবার বিকালে উপজেলার গুণবতী
বাজারে গণসংযোগকালে তিনি বলেন, বর্তমান অন্তরবতী সরকারের প্রধান উপদেষ্টা
ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নিবাচন অনুষ্ঠিত হবে। দেশের
মানুষ এই নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। যদি নির্বাচন হয়
তাহলে আমি কাজী জাতীয় পার্টি থেকে চৌদ্দগ্রাম থেকে নির্বাচন করবো। আপনারা
জানেন, ২০১৪ সালে কাজী জাফর আহমদ একটি অবৈধ নির্বাচনে বিপরীতে দাঁড়িয়ে
গণতন্ত্র উত্তরণের জন্য এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন
সংগ্রাম করে গিয়েছিলেন। তিনি রাজপথে সৈনিক হিসেবে জাতীয় পার্টিকে জনগণের
কাতারে দাঁড় করিয়েছেন। আমি সেই কাজী জাফর আহমেদের সংগঠন জাতীয় পার্টি থেকে
মানুষের খেদমত করার জন্য আমি চৌদ্দগ্রামের প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন
গ্রামে যাচ্ছি। মানুষের সাথে দেখা করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি। এ
চৌদ্দগ্রামে যেভাবে প্রতিহিংসার রাজনীতি চলছে কাজী জাফর আহমেদের আদর্শ ছিল
চৌদ্দগ্রামের জনতা গড়ে তোল একতা। এ চৌদ্দগ্রামকে একত্রিত রাখার জন্য সংগঠিত
রাখার জন্য, মানুষকে একতাবদ্ধ রাখার জন্য কাজ করে যাচ্ছি।
গুনবতী
ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক জাকির হোসেন জিগির হোসেনের সভাপতিত্বে উপস্থিত
ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী
পাশা, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক
মুক্তিযোদ্বা খবীর আহমেদ মজুমদার, উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক কাজী
সহিদ, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক জহির আহমদ, গুনবতী ইউনিয়ন জাতীয়
পার্টির সদস্য সচিব জানে আলম দোভাষী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, ডাঃ
মোকবুল আহমদ,সহিদুর রহমান শাহিন, ইউনিয়ন জাতীয় পার্টি নেতা কাজী দুলাল,
আবদুল মালেক, আবদুল আউয়াল, মনির হোসেন, আবুল কাসেম, মাইন উদ্দিন, আবদুল
মালেক, আবুল হাসম, নাছির উদ্দীন, আলী হায়দার, আনোয়ার হোসেন, ইউনিয়ন
যুবসংহতির নেতা মিলন মিয়া, সাহাদাত হোসেন, আমির হোসেন, ইউনিয়ন ছাত্র সমাজের
নেতা মনোয়ার হোসেন, আবদুল আজিজ, মিজানুর রহমান, রিয়াদ হোসেন, কামাল
উদ্দিন, রোকন মাহামুদ প্রমুখ।