বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২
মানুষের জন্য কাজ করবো : কাজী নাহিদ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:৩৭ এএম আপডেট: ২৩.১০.২০২৫ ২:২০ এএম |



 মানুষের জন্য  কাজ করবো : কাজী নাহিদচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পার্টি(জাফর) এর প্রসিডিয়াম সদস্য কাজী নাহিদ গুনবতী বাজারে গণসংযোগ করছেন। বুধবার বিকালে উপজেলার গুণবতী বাজারে গণসংযোগকালে তিনি বলেন, বর্তমান অন্তরবতী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নিবাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ এই নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। যদি নির্বাচন হয় তাহলে আমি কাজী জাতীয় পার্টি থেকে চৌদ্দগ্রাম থেকে নির্বাচন করবো। আপনারা জানেন, ২০১৪ সালে কাজী জাফর আহমদ একটি অবৈধ নির্বাচনে বিপরীতে দাঁড়িয়ে গণতন্ত্র উত্তরণের জন্য এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম করে গিয়েছিলেন। তিনি রাজপথে সৈনিক হিসেবে জাতীয় পার্টিকে জনগণের কাতারে দাঁড় করিয়েছেন। আমি সেই কাজী জাফর আহমেদের সংগঠন জাতীয় পার্টি থেকে মানুষের খেদমত করার জন্য আমি চৌদ্দগ্রামের প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে যাচ্ছি। মানুষের সাথে দেখা করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি। এ চৌদ্দগ্রামে যেভাবে প্রতিহিংসার রাজনীতি চলছে কাজী জাফর আহমেদের আদর্শ ছিল চৌদ্দগ্রামের জনতা গড়ে তোল একতা। এ চৌদ্দগ্রামকে একত্রিত রাখার জন্য সংগঠিত রাখার জন্য, মানুষকে একতাবদ্ধ রাখার জন্য কাজ করে যাচ্ছি। 
গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক জাকির হোসেন জিগির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্বা খবীর আহমেদ মজুমদার, উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক কাজী সহিদ, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক জহির আহমদ, গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব জানে আলম দোভাষী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, ডাঃ মোকবুল আহমদ,সহিদুর রহমান শাহিন, ইউনিয়ন জাতীয় পার্টি নেতা কাজী দুলাল, আবদুল মালেক, আবদুল আউয়াল, মনির হোসেন, আবুল কাসেম, মাইন উদ্দিন, আবদুল মালেক, আবুল হাসম, নাছির উদ্দীন, আলী হায়দার, আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবসংহতির নেতা মিলন মিয়া, সাহাদাত হোসেন, আমির হোসেন, ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মনোয়ার হোসেন, আবদুল আজিজ, মিজানুর রহমান, রিয়াদ হোসেন, কামাল উদ্দিন, রোকন মাহামুদ প্রমুখ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় এনসিপি
গণভোট আগে না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. তাহের
কুমিল্লা সদরে এনসিপির সম্ভাব্য প্রার্থী নাভিদ
কুমিল্লায় চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়িদের বিক্ষোভ
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে নির্যাতন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার দু'টি আসনে এলডিপির প্রার্থী ঘোষণা
ছাত্র বলাৎকারের সালিশে মারামারি আহত ৫,
মহাসড়কের কুমিল্লা অংশে বিপদজনক ৮৪টি ইউটার্ন
কুমিল্লার ময়নামতি মৌসুমে বিক্রি হচ্ছে ৪ কোটি টাকার কপি ও টমেটো চারা
হাইওয়ে কুমিল্লা রিজিয়নে ৯ মাসে নিহত ৫২৫ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২