
নিজস্ব
প্রতিবেদক: সারা দেশে চাঁদাবাজি ও লুটপাটের কথা উল্লেখ করে ইসলামী আন্দোলন
বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন,
“এই বাংলাদেশ দেখার জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়িনি। এমন কোনো সরকারি
প্রতিষ্ঠান নেই যা দখল করা হয়নি। ৫ আগস্টের পর লুটপাট ও চাঁদাবাজিসহ এমন
কোনো হীন কাজ নেই যা ঘটেনি। এই বাংলাদেশ দেখার জন্য ছাত্র-জনতা বুক পেতে
দেননি। আমরা দেশে আর চাঁদাবাজ, জুলুমবাজ ও দখলবাজ দেখতে চাই না।”
বৃহস্পতিবার
(২৩ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের আয়োজনে
নগরীর কচুয়া চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সব মার্কা দেখা শেষ,
এখন হাত পাখার বাংলাদেশ গড়তে হবে। শুধু দল বা নেতা পরিবর্তন নয়, দেশের
শান্তি ফিরবে তখনই যখন নীতি-আদর্শের পরিবর্তন আসবে।”
মুফতি ফয়জুল করীম
আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, আগামী নভেম্বর মাসের মধ্যে
গণভোট আয়োজন, রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচার, এবং পিআর
পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন চলবে।
সমাবেশে তিনি কুমিল্লা-৬ আসনে এডভোকেট হারুনুর রশিদকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
ইসলামী
আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিল্লাল হোসাইনের
সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি এনামুল হক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল
কাইয়ুম, মহানগর উপদেষ্টা আলহাজ্ব কামরুল হাসান খান খোকন, ও সদর দক্ষিণ
উপজেলা সভাপতি মাওলানা নুর হোসাইন প্রমুখ।
