বাংলাদেশ
আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
(বাইউস্ট)-এর স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী “ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন
২০২৫” অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায়
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বাইউস্ট ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে এ আয়োজনের
উদ্বোধন করেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স
অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর
হোসেন, বিএসপি, পিএসসি। পরে বিকালে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার
তুলে দেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন। অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন, বাইউস্ট ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা ও ব্যবসায়
প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমাতুজ জোহরা তারিন।
এসময় উপস্থিত
ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি
(অবঃ), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি
(অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ),
বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বিকালে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন
বলেন, আমাদের সময়ে ফটোগ্রাফি ক্লাব ছিল একটি কল্পনা, তখন বড় একটি ক্যামেরা
থাকত ওই ক্যামেরা আবার সবাই ধরতে পারত না নষ্ট হয়ে যাবে। এখন মোবাইলে
মোবাইলে ছবি তোলা যাচ্ছে। ছবি তোলা যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা
আমাদের নানা কর্মকাণ্ডে বুঝতে পারি। এ ছবি তোলার মাধ্যমে আমরা ভালোবাসা ও
মনের ভাব প্রকাশ করতে পারি। এ জন্য বাইউস্ট প্রতি বছর “ন্যাশনাল ফটোগ্রাফি
এক্সিবিশন’’ আয়োজন করে থাকে। এর মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে
একটি সৃজনশলীতার বহি:প্রকাশ ঘটাতে চাই। আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনার
পাশাপাশি এই ফটোগ্রাফি ক্লাবে তাদের সৃজনশীলতাকে চর্চা করুক।
বাইউস্ট
ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ফাতেমাতুজ জোহরা তারিন বলেন,
“ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠানে দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় ও কলেজ
থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং নিজেদের সৃজনশীল কাজের
মাধ্যমে প্রদর্শনীর প্রাঙ্গণকে রঙ, আলো ও শিল্পের অনন্য মিশেলে রাঙিয়ে
তোলেন। বাইউস্ট প্রতি বছর এ আয়োজন করে থাকে। প্রতিযোগিরা তাদের নিজের তোলা
ছবি গ্যালারিতে প্রদর্শন করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার
বিতরণ করা হয়।
