চৌদ্দগ্রাম
প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামে
জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রংমিস্ত্রি মোঃ ইলিয়াছ
প্রকাশ আবু(৫৮) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও
বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বেরলা গ্রামে আয়োজিত মানববন্ধনে উপস্থিত
ছিলেন নিহতের স্ত্রী নাছিমা বেগম, মেয়ে তানজিলা, আফরোজা নিপা, ভাতিজি
সেনোয়ারা, শ্বশুর তনু মিয়া, স্হানীয় আবদুল কাদের, ইউসুফ মিয়া, আবদুল মমিন,
বাচ্চু মিয়া, আবদুর রহমান, সফিউল হক, ছুট্টু মিয়া, পেয়ার আহমেদ, মামুন
মিয়া, আবদুল করিম প্রমুখ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেরলা
গ্রামের মুন্সি বাড়ির ইলিয়াছের সাথে জায়গা নিয়ে পাশ্ববর্তী খোদেজা ও রাজিয়া
বেগম গংয়ের বিরোধ চলছিল। ইতোপূর্বে খোদেজা বেগম গংয়ের লোকজন বেশ কয়েকবার
ইলিয়াছের উপর হামলা চালায়। সর্বশেষ ১৬ অক্টোবর সকালেও তারা ইলিয়াছকে দেখে
নেয়ার হুমকি দেয় বলে পরিবারের লোকজন অভিযোগ করে। ওইদিন রাত ৯টায় খোদেজার
পক্ষে সৈকত ও রুবেল কয়েকজন ভাড়াটিয়া লোক নিয়ে ইলিয়াছের বাড়ির সামনে বেশ
কয়টি চকলেট বাজি ফুটায়। এ সময় বাজির আওয়াজ শুনে ইলিয়াছ ঘর থেকে বের হলে
সন্ত্রাসীরা তার উপর চকলেট বাজি নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে ইলিয়াছের
মুখে নাকের কাছে চকলেট বাজি পড়লে সে আঘাতপ্রাপ্ত হয়। পরিবারের লোকজন বিষয়টি
টের পেয়ে ইলিয়াছকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই
জিজ্ঞাসাবাদের জন্য খোদেজা বেগম ও রাজিয়া বেগমকে আটক করে পুলিশ। সন্ত্রাসী
সৈকত সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা ভিপি ফারুকের ফুফাতো
ভাই। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গত সরকারের সময়ে ভিপি
ফারুকের দোহাই দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল। এখনও এলাকার কিছু
কুচক্রী মহল তাকে ভাড়ায় ব্যবহার করছে। শিগগিরই তাকে গ্রেফতারের দাবি
জানিয়েছে সচেতন এলাকাবাসী।
