আবু
সুফিয়ান।। ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখার উদ্যোগে
ইন্টার্ন চিকিৎসক রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর )
রাত ৮টায় কুমিল্লার ফানটাউন অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। এনডিএফ কুমিল্লা
শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোঃ জুয়েল রানা সঞ্চালনায় সভাপতিত্ব করেন
ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার সভাপতি ডাঃ জহির উদ্দীন মোহাম্মদ
বাবর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয়
কমিটির সেক্রেটারি প্রফেসর ডাঃ মাহমুদ হোসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনডিএফ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ জহিরুল আলম।
বিশেষ
অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা
কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, অতিথির বক্তব্য রাখেন
ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ মুজিবুর
রহমান, ডা.নুরুস শাফি। কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ
ডা.শফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা.
জাহাঙ্গীর আলম মজুমদার,মাহবুবুল ইসলাম মজুমদার, কুমিল্লা সিভিল সার্জন ডাঃ
আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।
'সময়ের পরিক্রমায় এনডিএফ কুমিল্লা' শীর্ষক
প্রবন্ধ উপস্থাপন করেন এনডিএফ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ
ফজলুল হক লিটন, ক্যারিয়ার গাইড লাইন উপস্থাপন করেন ডা. শাহ আলম। বক্তব্য
রাখেন কুমিল্লা মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা.আবদুল
মান্নান,কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা.যোবায়ের
আহমেদ ,কুমিল্লা ইস্টার্ন মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা.রিপা
আক্তার ,কুমিল্লা মনামতি মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা.আনিসুল হক
চৌধুরী।
ইন্টার্ন চিকিৎসক রিসিপশন প্রোগ্রামে অতিথিরা বলেন, চিকিৎসা
পেশা একটি মানবিক ও মহৎ দায়িত্বের নাম। নতুন ইন্টার্ন চিকিৎসকরা আজ যে পথে
যাত্রা শুরু করেছেন, তা শুধু পেশাগত নয়, মানবতার সেবার এক মহান অঙ্গীকার।
রোগীর প্রতি সহমর্মিতা, সততা ও নিষ্ঠা একজন চিকিৎসককে মহান করে তোলে।
অতিথিরা
আরও বলেন, চিকিৎসা শুধু ওষুধ ও চিকিৎসা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি
মানুষের মন জয় করারও এক শিল্প। আধুনিক প্রযুক্তি ও গবেষণার সঙ্গে নিজেদের
আপডেট রাখতে হবে, তবেই একজন চিকিৎসক সময়োপযোগী ও সফল হতে পারেন।