প্রদীপ
মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে
দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর )
সকাল থেকে রাত পর্যন্ত আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকার
আয়োজনে দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত
হয়। বৌদ্ধিক ভাবাদর্শে বিশ্ববাসী জেগে উঠে উৎসবমুখর পরিবেশে
মহাদান,দানশ্রেষ্ঠ,দানরাজা কঠিন চীবর দানোৎসবে বৌদ্ধ ধর্মালম্বীদের মিলন
মেলা ঘটে।
চীবরদান উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায়
মঙ্গলস‚ত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প‚জনীয় ভিক্ষুসংঘের
প্রাতঃরাশ, বুদ্ধপ‚জা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ও কঠিন চীবরদান ও
ধর্মদেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান একুশে পদক
প্রাপ্ত ড. জিনাবোধি মহাস্থবির, আর্শীবাদক ত্রিপিটক বিশারদ ভদন্ত
প্রিয়দর্শী মহাস্থবির, প্রধান ধর্মালোচক ভদন্ত প্রজ্ঞাসত্য স্থবির,
ধর্মালোচক ভদন্ত প্রজ্ঞাবংশ স্থবির ও ভদন্ত প্রিয়বংশ স্থবির। এতে সভাপতিত্ব
করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি সদ্ধর্মবারিধি
ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আর্শীবাদক ছিলেন
কর্মবীর ভদন্ত শীলভদ্র মহাস্থবির এবং উদ্বোধন করেন আলীশ্বর শান্তি নিকেতন
বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সভাপতি শাসনবিধি ভদন্ত জিনানন্দ মহাস্থবির। এতে
প্রধান অতিথি ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা, প্রধান
জ্ঞাতি সদ্ধর্ম সারথী ভদন্ত প্রজ্ঞাবোধি মহাস্থবির, প্রধান ধর্মালোচক ভদন্ত
শীলমিত্র মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন লালমাই থানা অফিসার ইনচার্জ মো :
শহীদুল ইসলাম, কুমিল্লা -১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয়
বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভ‚ঁইয়া, উপজেলা বিএনপির
সভাপতি মাসুদ করিম, এড,বেলাল আহমেদ, মাওলানা জাকির হোসেন, আক্তারুজ্জামান
মজুমদার রকেট, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো : শাহআলম।
এছাড়া বিশেষ ধর্মদেশক ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাস্থবির, ভদন্ত ধর্মপাল
মহাস্থবির, ভদন্ত সাধনপ্রিয় মহাস্থবির উপস্থিত ছিলেন।
বিহার পরিচালনা
কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সিংহ ও বোধিসত্ত্ব সিংহের যৌথ
সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি
রাহুল চন্দ্র সিংহ, উপস্থিত ছিলেন চীবর দানোৎসব উদযাপন কমিটির সভাপতি তপন
কুমার সিংহ, সাধারণ সম্পাদক সুদীপ চন্দ্র সিংহ, দুলাল সিংহ, সুজীত সিংহ,
সবুজ সিংহ, শিমুল সিংহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি প্রতিষ্ঠায়
আতশবাজি ও ফানুস উড়ানো হয়।