কুমিল্লা
মহানগরীর মুন্সেফকোয়ার্টে আজ শুক্রবার সকাল ১০টায় উদ্বোধন হতে যাচ্ছে
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১০০ শয্যার খাইরুন্নেছা ইব্রাহিম জেনারেল
হাসপাতাল। সমাজকল্যাণ অধিদপ্তর ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যৌথ উদ্যোগে
নির্মিত এই বিশেষায়িত হাসপাতাল উদ্বোধনের মধ্য দিয়ে কুমিল্লা অঞ্চলের
স্বাস্থ্যসেবায় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায়
হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে শেষ মুহূর্তের
প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। হাসপাতাল ভবনজুড়ে দৃষ্টিনন্দন আলোকসজ্জা,
ব্যানার-ফেস্টুন ও সাজানো মঞ্চসবকিছুতেই উৎসবের আমেজ।
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ শারমীন এস. মুরশিদ।বিশেষ
অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু
ইউসুফ।অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয়
অধ্যাপক এ কে আজাদ খান।এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখবেন ন্যাশনাল হেলথকেয়ার
নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এম. এ. সামাদ, জনপ্রশাসন
সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এটিএম শামসুল হকের সহধর্মিণী মিসেস
রাবেয়া হক, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, সিভিল সার্জন ডা.
আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর
রহমান খান, বোর্ড অব অ্যাডভাইজার্স চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির ও
ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন।
হাসপাতালের পরিচালক ডা. মো.
আতাউর রহমান জসীম বলেন,আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। পূর্বে সীমিত পরিসরে
সেবা প্রদান করলেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু
হচ্ছে। এখন আমরা আরও ব্যাপকভাবে স্বাস্থ্যসেবা দিতে পারবো। শিগগিরই
পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তিনি
আরও জানান, প্রাথমিকভাবে আউটডোরে সকাল-সন্ধ্যা রোগীদের সেবা দেওয়া হবে এবং
পর্যায়ক্রমে হাসপাতালটিকে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে
গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
নতুন এই হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে
কুমিল্লা ও আশপাশের এলাকার মানুষ পাবেন আরও উন্নত ও সহজলভ্য চিকিৎসা সেবা
এমনটাই আশা স্থানীয়দের।