নিজস্ব
প্রতিবেদক: মরমী সাধক ও দার্শনিক লালন সাঁইয়ের ২৫১তম জন্মবার্ষিকী ও ১৩৫তম
মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আয়োজন করা হয়েছে স্মরণোৎসব ও সাংস্কৃতিক
অনুষ্ঠানের। আজ ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় কুমিল্লা নজরুল
ইনস্টিটিউট মুক্তমঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে লালনের
জীবনদর্শন, মানবতাবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট
গবেষক ও লেখক প্রফেসর ড. আনোয়ারুল হক, যিনি এ বছর বাংলা একাডেমির নজরুল
পুরস্কার (২০২৫) পেয়েছেন।
অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সচেতন
রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ্ মো. সেলিম এবং সমন্বয়ক
শেখ আব্দুল মান্নান।
সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লা প্রধান সমন্বয়ক ড.
শাহ্ মো. সেলিম জানিয়েছেন, লালন সাঁইয়ের মানবধর্ম, ভেদাভেদহীন সমাজচেতনা
এবং সংস্কৃতিমনা দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজনের উদ্যোগ
নেওয়া হয়েছে। আলোচনা পর্বের পর থাকবে লালনগীতি পরিবেশন ও সাংস্কৃতিক
অনুষ্ঠান। সব শ্রেণি-পেশার মানুষকে এ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ
জানানো হয়েছে। ১৭ অক্টোবর মরমী সাধক ও দার্শনিক লালন সাঁইয়ের ২৫১তম
জন্মবার্ষিকী ও ১৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ অক্টোবর কুমিল্লায় এ
অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
