নিজস্ব প্রতিবেদক।।
নির্দিষ্ট
সময়ের মধ্যেই কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করা না হলে জেলা ‘কুমিল্লার’
পাশাপাশি বিভাগও কুমিল্লা লিখার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের
উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। শনিবার (১৮
অক্টোবর) বিকেল সাড়েতিনটায় নগরীর কান্দিরপাড় প‚বালী চত্বরেকুমিল্লা বিভাগ
ঘোষণার দাবিতে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে
একাত্মতা পোষণ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন
বলেন, কুমিল্লা বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন।
বিগত স্বৈরাচার সরকার এ দাবিকে উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। বর্তমান
সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রæত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে।
অন্যথায় কুমিল্লাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
তিনি বলেন,
বিভাগ আন্দোলনের নামে কোন উশৃঙ্খলতা সৃষ্টি করতে দেবো না। আমরা আন্দোলন
করবো; তবে নিয়মের মধ্যে সুশৃংখলভাবে এ দাবি আমরা আদায় করে ছাড়েবো।
তিনি আরো বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলবো জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা।
