নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার টাউন
হল মাঠের মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে কুমিল্লা দোকান মালিক
ফেডারেশন। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর খন্দকার হক ম্যানশনে এ
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের
সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ
সম্পাদক জামাল খন্দকার, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়,
ব্যবসায়ী নেতা নজরুল ইসলামসহ বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দ।
সভায়
দোকান মালিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বক্তারা বলেন, বাংলাদেশে
বহু আন্দোলন হয়েছে, তবে কুমিল্লা বিভাগের দাবিতে এ আন্দোলন কুমিল্লাবাসীর
প্রাণের দাবি। বহু বছর ধরে কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে
কুমিল্লার নামেই বিভাগ বাস্তবায়নের আন্দোলন চলছে। দল-মত নির্বিশেষে সবাইকে এ
দাবিতে এক হতে হবে। কুমিল্লায় বিভাগের জন্য প্রয়োজনীয় সব অবকাঠামো,
প্রশাসনিক সক্ষমতা ও ভৌগোলিক সুবিধা রয়েছে। এখন শুধু সরকারি ঘোষণার
অপেক্ষা।
সভায় দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় বলেন,
বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার কুমিল্লার নামেই বিভাগ দিতে সম্মত হয়েছে।
কুমিল্লা ভৌগোলিকভাবে এ অঞ্চলের ছয় জেলার কেন্দ্রস্থলে অবস্থিত এবং
প্রশাসনিক ও যোগাযোগ সুবিধার দিক থেকে এটি বিভাগ গঠনের উপযুক্ত স্থান। ৫
আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ নেওয়া ৩২ দলের
মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩১টি দল কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের
পক্ষে মত দিয়েছে।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত ঘোষণার পর থেকে নোয়াখালী
অঞ্চলের কিছু ব্যক্তি ষড়যন্ত্রম‚লক প্রচেষ্টা চালাচ্ছেন। এমনকি প্রধান
উপদেষ্টার দপ্তরে চিঠি পাঠিয়ে কুমিল্লা বিভাগের পথ রোধের চেষ্টা হয়েছে।
কিন্তু এই আন্দোলন আর থামানো যাবে না। জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমেই
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথ সুগম হবে। ব্যবসায়ীরাই আগামী শনিবারের
মহাসমাবেশ সফল করে ইতিহাস রচনা করবে।
উপস্থিত বক্তারা আরও বলেন,
কুমিল্লা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র। প্রশাসনিক
ও ভৌগোলিকভাবে এটি প‚র্ণাঙ্গ বিভাগ গঠনের যোগ্য জেলা। দীর্ঘদিন ধরে
কুমিল্লার নাম বাদ দিয়ে অন্য নামে বিভাগ গঠনের প্রচেষ্টা কুমিল্লাবাসীর
ক্ষোভের কারণ হয়েছে। এখন “কুমিল্লা বিভাগের দাবি” কুমিল্লাবাসীর গণদাবিতে
রূপ নিয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, মহাসমাবেশ সফল করতে জেলার
প্রতিটি মার্কেট, শপিংমল, ব্যবসায়ী সংগঠন ও ইউনিট পর্যায়ে সচেতনতাম‚লক সভা ও
লিফলেট বিতরণ করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচারণা
চালানো হবে।
সভায় সভাপতির বক্তব্যে কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের
সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আগামী শনিবার মহাসমাবেশে আমরা
কুমিল্লাবাসী শান্তিপ‚র্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ন্যায্য দাবি তুলে
ধরব। কুমিল্লার নামেই বিভাগ চাই এটাই এখন আমাদের সবার একটাই ¯েøাগান।
