
১. HAIR, PAPER, WATER ভিয়েতনামের একটি তথ্যচিত্র। একজন মহিলার আত্মজীবনীম‚লক কাহিনী যিনি প্রকৃতির কন্যা। শ্যুট হয়েছে ১৬মিমি ফিল্ম দিয়ে। মহিলা নিজেই সবকিছু বর্ণনা করেন সাথে থাকে অপ‚র্ব সব চিত্রায়ন। শহর ও গ্রামের প্রার্থক্য এসেছে তীব্রভাবে। এই তথ্যচিত্রে প্রকৃতির জয়গান গাওয়া হয়েছে আর শহরের দ‚ষণ এসেছে মারাত্মকভাবে। তথ্যচিত্রটি পুরস্কৃত হয়েছে।
শেকড়েই ফিরে যেতে হবে।
২. DRY LEAF জর্জিয়ার একটি চলচ্চিত্র। সনি এরিকসন মোবাইল ফোন দিয়ে শ্যুট করা। দেখলাম অনেকেই উঠে চলে গেলো তাদের চোখ প্রশান্তি পাচ্ছেনা বলে। কিন্তু আমি জানতাম ফেস্টিভ্যাল এইরকম সাহস দেখায় সুতরাং সচেতনভাবে ধারণকৃত প্রায় ঝাপসা ইমেজ থেকেই সবকিছু আরোহন করলাম। একজন বাবার জার্নি, মেয়েকে খুঁজতে বের হয়েছেন জর্জিয়ার অপ‚র্ব সুন্দর প্রকৃতি আর মানুষ ভেদ করে। তিনি আবার খুঁজে চলেছেন ফুটবল খেলার মাঠ, কথা বলছেন বালক ছেলেদের সাথে মাঠ নিয়ে। মাঠ দখল করে হোটেল হচ্ছে জানা গেলো। আমাদের চা বাগান দখল নিয়ে রিসোর্টের মতন। বাবা শুধু মেয়েকে খুঁজছেন না খুঁজে চলেছেন সব শেকড় আর ভালোবাসা। খুব শক্তিশালী একটি চলচ্চিত্র। জর্জিয়া হচ্ছে ইয়োরোপের একটা আদি গ্রামের মতন যেখানে সবসময় প্রকৃতি-মানুষের সারল্য লুকিয়ে মজুদ থাকে।
৩. SONGS OF FORGOTTEN TREES অনুপর্ণা রায় এর ভারতীয় হিন্দি চলচ্চিত্র। প্রেক্ষাপট সংগ্রামমুখর বোম্বে। ছোট ফ্ল্যাটে দুজন মেয়ে হাউজমেট। একজন ইংরেজি বলতে পারা অভিনেত্রী হতে চাওয়া যৌনকর্মী অন্যজন সহজ সরল আইটি কর্মী। দুজনেই কর্মজীবী যদিও তাঁদের কাজ চরিত্রে বৈশিষ্টে সামাজিক ও নৈতিক ম‚ল্যবোধ দিয়ে সম্প‚র্ণ আলাদা। এই চলচ্চিত্রে আব্বাস কিরোস্তামির টেন-এর প্রভাব পেলাম কিছুটা। একপর্যায়ে সংলাপ আসলো যে যৌনকর্মী আর স্ত্রী আসলে একই যৌনদাসী-একজন খুচরা আর অন্যজন পাইকারি পণ্য এইযা তফাৎ। একপর্যায়ে এঁদের সব প্রার্থক্য বিবেচনাবোধ আপাত বিরোধ ছাপিয়ে নারী অবস্থানের একটা ঐক্য হয় এবং দুজন খুব কাছাকাছি আসে।
আমার ভালো লেগেছে কারণ দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে চলচ্চিত্র যা বেশি বেশি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে প্রতিনিধিত্ব হওয়া দরকার।
