কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় মাদকের ১৯ মামলার আসামি সবুজসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫
জন আসামীকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ২৮ অক্টোবর
(মঙ্গলবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
ব্রাহ্মণপাড়া
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ
সাজেদুল ইসলামের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে
বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে মাদক সম্রাট সবুজকে গ্রেপ্তার করে
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। সবুজ উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার রহমত আলীর
ছেলে। তার বিরোদ্ধে ১৯ টি মাদক মামলা রয়েছে।
এছাড়া বিভিন্ন মামলায়
সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীরা হলেন, নাগাইশ গ্রামের মৃত মুনাফ মিয়ার
ছেলে নসু মিয়া, একই এলাকার সাজা প্রাপ্ত আসামী জজু মিয়ার ছেলে দুলাল মিয়া
এবং পরোয়ানা ভুক্ত আসামী মৃত আব্দুল করিমের ছেলে মোঃ রিপনকে গ্রেফতার করে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ আরেক সাজা প্রাপ্ত আসামী বড়ধুশিয়া গ্রামের মৃত
মতিউর রহমানের ছেলে ছাদেক মিয়াকে গ্রেফতার করে।
পুলিশ তাদেরকে যথাযথ
স্কটের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
