সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২
প্রতিটি হৃদস্পন্দন জীবনের জন্য অপরিহার্য্য
প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৫ এএম আপডেট: ২৯.০৯.২০২৫ ১:৫১ এএম |

 প্রতিটি হৃদস্পন্দন জীবনের জন্য অপরিহার্য্য
প্রতি বছর ২৯ সেপ্টেম্বর দিনটি সারা বিশ্বে পালিত হয় বিশ্ব হার্ট দিবস হিসেবে। এদিন মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করা এবং হৃদয়ের যত্ন নেওয়ার গুরুত্ব মনে করিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। হৃদরোগ আজ বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণ, অথচ এর অধিকাংশই প্রতিরোধযোগ্য। তাই এদিন শুধু একটি প্রতীকী উদযাপন নয়, বরং একটি বৈশ্বিক আন্দোলন, যার লক্ষ্য হলো হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ হৃদয় গড়ে তোলা।
বিশ্ব হার্ট দিবসের ইতিহাস ও তাৎপর্য
বিশ্ব হার্ট ফেডারেশনের উদ্যোগে গত ২৫ বছর ধরে ২৯ সেপ্টেম্বর পালিত হয়ে আসছে বিশ্ব হার্ট দিবস। এই সময়ের মধ্যে নানা কার্যক্রমের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কিভাবে করা যায় তা সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ক্স    বিশ্বব্যাপী সরকারগুলোর কাছে হৃদরোগকে স্বাস্থ্যনীতিতে অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
ক্স    মিলিয়ন মানুষের অংশগ্রহণে ইতিহাসের প্রথম গ্লোবাল পিটিশন চালু করা হয়েছে।
এ বছর দিবসটির ২৫তম বার্ষিকী। তাই এর গুরুত্ব অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। বিশ্বব্যাপী হৃদরোগের বোঝা কমাতে এখনই আমাদের দৃঢ় ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
হৃদরোগের ভয়াবহ বাস্তবতা
ক্স    প্রতি ৫ জনে ১ জন মানুষ অকালে হৃদরোগে মারা যায়। 
ক্স    ক্যান্সার বা দীর্ঘমেয়াদি শ্বাসযন্ত্রের রোগের তুলনায় হৃদরোগ বেশি প্র্রাণ নিচ্ছে।
ক্স    অথচ পরিসংখ্যান বলছে, ৮০% হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধযোগ্য।
প্রতিবছর প্রায় ২ কোটি ৫ লক্ষ মানুষ হৃদরোগে মারা যাচ্ছে। কেবলমাত্র স্বাস্থ্যকর জীবনযাপন, সচেতনতা ও সহজলভ্য চিকিৎসার মাধ্যমে এর বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব।
বিশ^ হার্ট দিবসের সাফল্য
বিশ্ব হার্ট দিবস ইতিমধ্যেই অনেক ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।
বার্তা পৌঁছানো: গত দুই বছরে প্রায় ৩৫০ কোটি মানুষের কাছে হৃদরোগ প্রতিরোধের বার্তা পৌঁছেছে।
একত্রিতকরণ: বিশ্ব হার্ট ফেডারেশনের ১২০টিরও বেশি সদস্য সংগঠন, জনপ্রিয় ব্র্যান্ড এবং আন্তর্জাতিক ক্রীড়া ও বিনোদন তারকাদের সঙ্গে যুক্ত করা গেছে।
বিশ্বকে উজ্জ্বল করা: বিশ্বের ১০০টিরও বেশি আইকনিক স্থাপনা লাল আলোয় রাঙানো হয়েছে,  যেমন সুইজারল্যান্ডের Jet dÕEau, কানাডার Niagara Falls,   নিউজিল্যান্ডের Sky Tower, এমনকি মিশরের ঐতিহাসিক পিরামিডও।
এসব পদক্ষেপ হৃদরোগ প্রতিরোধে বৈশ্বিক ঐক্যকে প্র্রতিফলিত করে।
কেন এখনই পদক্ষেপ জরুরি
কোভিড-১৯ মহামারী, বৈশ্বিক সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার কারণে মানুষ শুধু প্রিয়জনদের সঙ্গেই সময় কাটাতে পারছে না, বরং নিজেদের স্বাস্থ্য নিয়েও যথাযথ যত্ন নিতে পারছে না। এর ফলে হৃদরোগের ঝুঁকি আরও বেড়েছে।
ক্স    প্রতিবছর ৬৫ লক্ষ মানুষ অকালে মারা যায় হৃদরোগে।
ক্স    দৈনিক মাত্র ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম হৃদরোগ প্রতিরোধ করতে পারে, কিন্তু প্রতি ৩ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১ জন এবং ১০ জন তরুণের মধ্যে ৮ জন যথেষ্ট হাঁটে না।
ক্স    উচ্চ রক্তচাপের প্রতি ৫ জন রোগীর মধ্যে মাত্র ১ জন সঠিক চিকিৎসা পান। অথচ যদি ২ জনে ১ জন চিকিৎসা পেতেন, তবে প্রায় ১৩ কোটি জীবন রক্ষা করা সম্ভব হতো।
আমাদের অঙ্গীকার ও আহ্বান
এই বছর বিশ্ব হার্ট দিবসের মূল বার্তা হলো:
হৃদস্পন্দন থামলে থেমে যাবে জীবন “হারাতে দেবেন না একটিও স্পন্দন।”
আমাদের করণীয়:
ক্স    স্পন্দন সচল রাখুন: হৃদরোগের ঝুঁকি কমাতে প্রতিদিন অন্তত ২৫ মিনিট শরীরচর্চা করুন। ২৫তম বার্ষিকীর সম্মানে অন্তত ২৫ দিন নিয়মিত ব্যায়াম শুরু করুন।
ক্স    প্রবেশাধিকার নিশ্চিত করুন: সরকার ও স্বাস্থ্যখাতকে হৃদরোগ স্ক্রিনিং ও চিকিৎসার প্রবেশাধিকার দ্বিগুণ করার পদক্ষেপ নিতে হবে।
ক্স    পিটিশনে অংশ নিন: বৈশ্বিক পিটিশনে স্বাক্ষর করে চিকিৎসা সেবার সহজলভ্যতা বাড়াতে সকলে ভূমিকা রাখুন।
উপসংহার
সারা বিশে^র ন্যায় বাংলাদেশেও হৃদরোগে আক্রান্ত এবং মৃত্যুহার অনেক বেশী। তবে আশার কথা হলো  হৃদরোগ প্রতিরোধযোগ্য, কিন্তু এর জন্য প্র্রয়োজন সচেতনতা, প্রতিশ্রুতি এবং সম্মিলিত উদ্যোগ। সময় নষ্ট করার সুযোগ নেই। সুস্থ হৃদয় মানেই সুস্থ জীবন।
আসুন, আমরা সবাই মিলে বিশ্ব হার্ট দিবসের ২৫তম বর্ষপূর্তিতে প্রতিজ্ঞা করি ঃ
ক্স    প্রতিটি হৃদস্পন্দনকে মূল্যবান করে তুলব।
ক্স    হৃদরোগ প্রতিরোধে নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন করব।
ক্স    সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবদান রাখব।
সুস্থ হৃদয়, সুস্থ জীবন - এই হোক আমাদের অঙ্গীকার। আর এই সুস্থ হৃদয়ের জন্য প্রতিটি হৃদস্পন্দন অপরিহার্য্য। তাই প্রতিটি হৃদস্পন্দন সচল এবং ছন্দময় রাখতে আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা অব্যহত রাখতে হবে।
লেখক: প্রতিষ্ঠাতা ও সভাপতি
হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা, বাংলাদেশ












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
‘কুমিল্লা’ নামেই বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে অর্ন্তবর্তি সরকার
হিন্দু-মুসলিম সম্প্রীতির কুমিল্লা গড়তে চাই- হাজী ইয়াছিন
চৌদ্দগ্রামের সীমান্ত দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে আসা যাওয়ায় আটক ৩
কুমিল্লার সীমান্তের ১৬১ টি পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি
শারদীয় দুর্গোৎসবেরআজ মহাসপ্তমী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নামেই বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার
বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সমাধান না বিপর্যয়
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন সাধারণ সম্পাদক ওয়াসিম
গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২