নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে
সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক
নির্বাচিত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান
মাহমুদ ওয়াসিম। গতকাল ২৭ সেপ্টেম্বর শনিবার কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত
সম্মেলনে তারা নির্বাচিত হন। এর আগে সুমন ও ওয়াসিম চলতি বছরের ফেব্রুয়ারি
থেকে দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন
করেছেন।
শনিবার বিকালে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও
দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির সকল উপজেলা ও
পৌরসভার সকল কাউন্সিলর এবং ডেলিগেঁটরা উপস্থিত ছিলেন । সম্মেলনে প্রধান
অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। লন্ডন
থেকে ভার্চুয়ালি রাখা বক্তব্যে তারেক রহমান বলেন, সারা বাংলাদেশে
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি যেভাবে দেশ
স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিলো, ওয়ান ইলেভেনের পরে ২০০৮ সালে
নির্বাচনে যেভাবে সৈরাচার বাংলাদেশে চেপে বসেছিলো- যদি আমরা জনগণকে ঠিক
বুঝাতে সক্ষম না হই- তাহলে বলা যায় না বাংলাদেশে আগামী দিসে গুপ্ত
স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। কাজেই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা
করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য
রাখেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। উদ্বোধন
করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
সম্মেলনে অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব মনিরুল হক
চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল
কালাম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ
সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি
উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির যুগ্ম
আহবায়ক আমিরুজ্জামান আমির, উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামানসহ
নেতৃবৃন্দ।
সভা শেষে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং আশিকুর রহমান
মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা
হয়।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত বাকী তিনটি পদ সহ সভাপতি,
যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্তদেও নাম আগামী ৫
দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ
সেলিম ভুইয়া।
এদিকে ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনকে ঘিরে
বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছিলো উচ্ছাস ও উদ্দীপনা। শনিবার বিকালে
সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলেও দুপুর থেকেই টাউন হল মাঠে আসতে থাকে
উপজেলা ও পৌরসভা ইউনিটের নেতাকর্মীরা। এর আগে থেকেই পোষ্টারে ফেষ্টুনে যায়
সম্মেলনস্থল।
সম্মেলনে বিএনপির সঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।