শারদীয়
দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিতা শুরু
হলেও সপ্তম্যাধি কল্পারম্ভের মধ্য দিয়েই কুমিল্লার প্রতিটি পূজা মন্ডপে
পূজিত হবে দেবী দুর্গা। সপ্তমীর পূজা শেষে পায়ের চরণে পুষ্পাঞ্জলী প্রদান
করে মঙ্গল প্রার্থনা করবেন ভক্তরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমী
তিথিতে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর নব পত্রিকা প্রবেশ, সপ্তম্যাধি
কল্পারম্ভ ও সপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। ঢাক, কাঁসা, ঘণ্টা, শঙ্গ এবং
উলুধ্বনিতে মুখরিত হবে প্রতিটি মণ্ডপ। ধূপ-আগরবাতির গন্ধ মোহিত করে উঠবে
পূজা মন্ডপ আঙিনা। প্রতিটি পূজাস্থলে চলবে চন্ডী পাঠ।
পঞ্জিকার তিথি
অনুযায়ী ১২টা ৫৬ মিনিট ৪৮ সেকেন্ট পর্যন্ত মহাসপ্তমী। তারপর অষ্টমী শুরু।
যে কারণে সকাল সকালই মন্ডপে উপস্থিত হবেন ভক্তরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে
আজ সকাল থেকে প্রতিটি পূজা মন্ডপে ভীড় জমাবেন ভক্তরা। দুপুর থেকে প্রতিমা
দর্শণে বের হবেন ভক্ত-দর্শনার্থীরা।
বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহা
ধুমধামের এতটুকু কমতি হবে না। তবে বাঁধ সাধতে পারে বেরসিক বৃষ্টি। এবছরের
দুর্গা পূজার তিন দিনই কুমিল্লায় বৃষ্টির ঘটঘটার সম্ভবনা রয়েছে। প্রচুর
বৃষ্টিতে ভক্ত-দর্শনার্থীদের বাঁধভাঙ্গা আনন্দ উল্লাস ম্লান হওয়ার সম্ভাবনা
প্রবল। তবে মহাষষ্ঠীতে কুমিল্লায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে।
কুমিল্লা
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়- ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত
কুমিল্লায় হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত কোথাও কোথাও দমকা ধাওয়া বয়ে যেতে
পারে।
কুমিল্লা আবহাওয়া অধিদপ্তর অফিসার ইন-চার্জ ছৈয়দ আরিফুর রহমান
জানান- সোমবার কুমিল্লায় হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গল ও বুধবার অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত এবং সেই
সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায়
মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে মায়ের আমন্ত্রণ, অধিবাস এবং মঙ্গলঘট স্থাপন করা
হয়। ঢাক-ঢোল, কাঁসাসহ বাদ্য যন্ত্রের সাথে উলুর ধ্বনীতে মুখরিত হয় উঠে
প্রতিটি মন্ডপ।
পাঁচ দিনের এ উৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমী ও
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এবার দেবী দুর্গার আগমন হবে গজে অর্থাৎ
হাতির পিঠে চড়ে। আর দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলা বা পালকিতে চড়ে।
এবার কুমিল্লা মহানগরীসহ ১৭টি উপজেলায় ৭৯৭ পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে
শারদীয় দুর্গোৎসব।
এ বছর কুমিল্লা মহানগরীসহ ১৭টি উপজেলার ৭৯৭টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।