নিজস্ব
প্রতিবেদক।। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা সীমান্ত এলাকার পূজা
মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)। সীমান্ত এলাকার চারটি ব্যাটালিয়নের আওতাধীন ১৬১টি পূজা মণ্ডপে
নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ৩৯টি টহল টিমকে স্ট্রাইকিং
ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে
কুমিল্লার পাচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী শিবের বাজার পূজা মণ্ডপ পরিদর্শন
করেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। এ সময় তিনি পূজা
উদযাপনকে ঘিরে সকল সম্প্রদায়কে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উৎসবমুখর
পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের
নিরবিচ্ছিন্ন নিরাপত্তার নিশ্চয়তা দেন।
সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল
কবির বলেন, “শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকায় বিজিবির বাড়তি নজরদারি থাকবে। পুলিশ ও আনসারের
পাশাপাশি বিজিবির টহল টিমগুলোও মাঠে রয়েছে। নিরাপত্তার পাশাপাশি সীমান্তে
চোরাচালান বন্ধেও আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
উৎসবকে ঘিরে নিরাপত্তার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।