বজ্রপাতের
মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে স্থানীয় মানুষকে নিরাপদ রাখতে এক
অভূতপূর্ব উদ্যোগ নিলো কুমিল্লার মুরাদনগর উপজেলার মমতাজ বেগম ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশনের পক্ষথেকে সম্প্রতি বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর
গ্রামের সাথে সংযুক্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দুই ধারে দুই হাজার পিছ
তালের বীজ বপন করা হয়েছে।
পরিবেশ রক্ষায় ও গ্রামীণ জনপদকে বজ্রপাতের
ছোবল থেকে বাঁচানোর এই বিশেষ অভিযানটির সূচনা হয়েছে পীর কাশিমপুর উত্তরপাড়া
থেকে বলীঘর সড়ক, পীর কাশিমপুর উত্তর পাড়া-বাঐখার টু হরের পাড় সড়ক,
ফোরকানিয়া মাদ্রাসা থেকে হরেরপাড় সড়ক এবং মধ্যপাড়া কাচারি সড়কের দুই পাশে।
মমতাজ
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব এস এম সাহিদুল হোসেন
এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনের কারণ ব্যাখ্যা করে বলেন, বর্তমান সময়ে
সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হলো বজ্রপাত। মানুষ ও সম্পদকে নিরাপদ
রাখতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। তালগাছ প্রাকৃতিক লাইটনিং অ্যারেস্টার
হিসেবে কাজ করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষাতেও সহায়ক।
তিনি স্থানীয়দের
প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, যাদের বাড়ি, জমি এবং রাস্তার পাশে এই
বীজগুলো বপন করা হয়েছে, তারা যেন নিজ দায়িত্বে এগুলোর পরিচর্যা করে সামাজিক
উন্নয়নে ভূমিকা রাখেন। ফাউন্ডেশন আরও জানিয়েছে, ভবিষ্যতে এই গাছগুলোর ফল
স্ব স্ব ব্যক্তি ও পরিবার ভোগ করবেন।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং
পরিবেশবান্ধব সমাজ গড়তে মমতাজ বেগম ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে
অন্যান্য অঞ্চলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো।