সনাতন
ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা
মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় আজ ২৮ সেপ্টেম্বর (রবিবার)
ব্রাহ্মণপাড়ায় শুরু হয়েছে। এই দিন থেকে মূলত দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু
হয় এবং ভক্তরা আরাধনা শুরু করে। এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭টি পূজা
মন্ডপ তৈরি হয়েছে। প্রতিটি পূজা মন্ডপকে ঘিরে শনিবার সন্ধ্যা থেকেই সাজসাজ
রব ও আলোক সজ্জায় সজ্জিত হয়েছে। এ উৎসবকে ঘিরে হিন্দু ধর্মালম্বীদের
ব্রাহ্মণপাড়ায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং তাদের সামাজিক-সাংস্কৃতিক
উৎসব ও মিলন মেলায় পরিণত হয়েছে।
এবছর ব্রাহ্মণপাড়ায় যেকোনো
অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরার সহ
আনসার ও পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা নিয়োজিত থাকবে। এছাড়া আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর প্রতিটি সংস্থা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করার
জন্য উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
আগামী ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।